এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    গলাচিপায় চালের বিনিময়ে ঘুষ, চেয়ারম্যানসহ আটক ২

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৭:৪০ পিএম
    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৭:৪০ পিএম

    গলাচিপায় চালের বিনিময়ে ঘুষ, চেয়ারম্যানসহ আটক ২

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৭:৪০ পিএম

    পটুয়াখালীর গলাচিপায় চিকনিকান্দী ইউনিয়নে দুস্থ নারীদের কাছ থেকে বিনামূল্যে সরকারি চাল দেওয়ার নামে ৩০০ টাকা করে ঘুষ নেওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নাসির উদ্দিন ও তার সহযোগী মো. ইছাহাক মোল্লাকে সেনাবাহিনী আটক করে গলাচিপা থানায় সোপর্দ করেছে।

    মঙ্গলবার (১৫ জুলাই) আটককৃত দুইজনকে আসামী করে চিকনিকান্দী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মোহেবুল্লাহ বাদী হয়ে এজাহার দিলে দুপুরে আদালতের মাধ্যমে তাদের হাজতে পাঠানো হয়। ঘটনার বিষয়ে গলাচিপা থানার ওসি মো. আশাদুর রহমান বলেন, চিকনিকান্দী ইউনিয়নের ভিডব্লিউবি'র আওতায় দরিদ্র নারীদের কাছ থেকে ৩০০ টাকা করে ঘুষ আদায়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

    ঘটনা সূত্রে জানা যায়, চিকনিকান্দী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মোহেবুল্লাহ বাদী হয়ে গলাচিপা থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেন—সুতাবাড়িয়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের রুসিয়া বেগম, জায়েদা বেগম, সালমা বেগমসহ ৭২ জন দরিদ্র নারীকে ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির আওতায় বিনামূল্যে ৩০ কেজি করে চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জনপ্রতি ৩০০ টাকা করে আদায় করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিন ও তার সহযোগী।

    তবে সোমবার (১৪ জুলাই) চাল বিতরণের সময় ওইসব নারীরা চাল না পেয়ে তাদের টাকা ফেরত চাইলে অভিযুক্তরা অস্বীকার করেন টাকা নেওয়ার বিষয়টি। এতে পরিষদ চত্বরে উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। খবর পেয়ে টহলরত সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে চেয়ারম্যান ও তার সহযোগীকে আটক করে।

    গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান বলেন, সুবিধাবঞ্চিত নারীদের কাছ থেকে ঘুষ নেওয়া অত্যন্ত নিন্দনীয়। অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তদের আটক রাখা হয় এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    উল্লেখ্য, ভিডব্লিউবি কর্মসূচির আওতায় দেশের দরিদ্র ও অসহায় নারীদের মাসিক খাদ্য সহায়তা হিসেবে চাল সরবরাহ করে সরকার। কিন্তু এই সহায়তা দেওয়ার পূর্বশর্ত হিসেবে ঘুষ আদায় করায় স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…