এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    হোটেল বদল করে এখনও কক্সবাজারেই এনসিপি নেতারা

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৬ আগস্ট ২০২৫, ০৫:৩৬ পিএম
    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৬ আগস্ট ২০২৫, ০৫:৩৬ পিএম

    হোটেল বদল করে এখনও কক্সবাজারেই এনসিপি নেতারা

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৬ আগস্ট ২০২৫, ০৫:৩৬ পিএম

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পাঁচ নেতা এখনো কক্সবাজারেই অবস্থান করছেন। তবে ইনানীর বিলাসবহুল ‘সী পার্ল রিসোর্ট’ ত্যাগ করে তারা হঠাৎ করেই উঠেছেন শহরের অভিজাত হোটেল ‘প্রাসাদ প্যারাডাইসে’। এই আকস্মিক স্থান পরিবর্তন ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।

    বুধবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পাঁচ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদলটি ইনানী ছাড়ে এবং দুপুর ২টার দিকে শহরের কলাতলীর ‘শালিক রেস্টুরেন্টে’ মধ্যাহ্নভোজ করেন। সেখানে তাদের সঙ্গে স্থানীয় কয়েকজন এনসিপি নেতাকর্মীকেও দেখা যায়।

    বিকাল ৩টার দিকে প্রতিনিধি দলটি প্রাসাদ প্যারাডাইসে ওঠে। সাংবাদিকরা সেখানে গেলে এনসিপি নেতারা ছবি তুলতে বাধা দেন এবং গণমাধ্যমের সামনে আসেননি। স্থানীয় নেতারা জানান, নেতারা এখনো সফরের উদ্দেশ্য বা পরবর্তী কর্মসূচি সম্পর্কে কিছু জানাননি।

    নেতাদের গোপন গতিবিধি ও অবস্থান ঘিরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাদা পোশাকে হোটেলের আশপাশে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। বিকাল ৩টা পর্যন্ত কক্সবাজার বিমানবন্দর কিংবা বিভিন্ন এয়ারলাইন্সে তাদের নামে কোনো টিকিট সংগ্রহ হয়নি বলে জানা গেছে, ফলে তাদের ঢাকা ফেরার উপায় নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।

    এদিকে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে হঠাৎ কক্সবাজার সফরের জন্য ওই পাঁচ নেতার কাছে কারণ দর্শানোর চিঠি পাঠানো হয়েছে। দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক চিঠিতে ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

    চিঠিতে বলা হয়, গতকাল ৫ আগস্ট- জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনারা ব্যক্তিগত সফরে কক্সবাজারে গেছেন, অথচ এ বিষয়ে রাজনৈতিক পর্ষদকে কোনো তথ্য বা ব্যাখ্যা দেওয়া হয়নি।

    চিঠিতে যাদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে, তারা হলেন- দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

    ৫ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-৪৩৩ ফ্লাইটে এনসিপি নেতারা কক্সবাজারে পৌঁছান। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তাদের গোপন বৈঠক নিয়ে নানা গুঞ্জন।

    কেউ কেউ দাবি করেন, তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। এমন গুজবে উত্তাল হয়ে ওঠে রাজনৈতিক অঙ্গন, এমনকি স্থানীয় বিএনপি নেতারা সংশ্লিষ্ট হোটেলের সামনে তাৎক্ষণিক বিক্ষোভও করেন।

    তবে এসব গুঞ্জনের কোনো সত্যতা মেলেনি। এনসিপি নেতাদের কেউ কেউ দাবি করেন, তারা সম্পূর্ণ ব্যক্তিগত সফরে কক্সবাজারে গেছেন।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…