এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    মায়ের ফোনে ৫ লাখ টাকার ললিপপ অর্ডার দিল শিশু!

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৭:২৭ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৭:২৭ পিএম

    মায়ের ফোনে ৫ লাখ টাকার ললিপপ অর্ডার দিল শিশু!

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৭:২৭ পিএম
    সংগৃহীত ছবি

    মায়ের মোবাইলে থেকে আমাজনে ৭০ হাজার ললিপপ অর্ডার করে বসেছিল ৮ বছরের এক শিশু। দাম ৪ হাজার ডলার বা বাংলাদেশি টাকায় দাম ৫ লাখ ১০ হাজার টাকা।

    যুক্তরাষ্ট্রের কেনটাকিতে এই ঘটনাটি ঘটেছে। শিশুর মা হলি লাফেভার্স নিজের ফোন ঘাঁটতে গিয়ে হঠাৎই আবিষ্কার করেন তার ছেলে লিয়াম ফোন নিয়ে খেলতে খেলতে আমাজন থেকে বিপুল ললিপপ কিনে ফেলেছে।

    পরের ধাক্কাটা আসে ব্যাংক থেকে। ৪ হাজার ডলার খরচ হওয়ার বার্তা দেখে চক্ষু চড়কগাছ হয় তার। অর্ডারটি বাতিল করার বহু চেষ্টা করলেও সেটা সম্ভব হয়নি। কারণ ললিপপগুলো ততক্ষণে ডেলিভারির জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই ২২টি ললিপপের বক্স তার বাড়িতে এসে পৌঁছায়। পরে তিনি জানতে পারেন আরও ৮টি বাক্স আসতে বাকি রয়েছে। তবে পোস্ট অফিসে যাওয়ার পর তিনি সেই প্যাকেটগুলো আটকাতে সক্ষম হন।

    হলি বলেন, কী ঘটেছে বুঝতে না পেরে আমাজনের সঙ্গে যোগাযোগ করেন তিনি। তারা প্রথমে তাকে ডেলিভারি প্রত্যাখ্যান করতে বলেছিলেন এবং জানিয়েছিলেন হলিকে টাকা ফেরত দেওয়া হবে। তবে পরে আবার টাকা দিতে চায়নি আমাজন।

    সেই টাকা পেতে বহু কাঠখড় পোড়াতে হয় হলিকে। টাকা ফেরত না পেয়ে হলি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে বলেন, ‘আমার পুত্র লিয়াম ৩০ বাক্স ললিপপ অর্ডার করেছে, আমাজন সেগুলো ফেরত নিচ্ছে না।’

    এই পোস্ট দেখে প্রতিবেশী, বন্ধু-বান্ধব, স্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান এমনকি স্থানীয় ব্যাংকগুলোও উদ্বৃত্ত ললিপপগুলো কিনতে এগিয়ে আসে। তারপর সংবাদমাধ্যমে চর্চা শুরু হয় হলির এই বিষয়টি নিয়ে। শেষমেশ আলোচনার পর আমাজন সম্পূর্ণ অর্থ ফেরত দিতে সম্মত হয়।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…