এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    চন্দ্রা-নবীনগর মহাসড়কে অবৈধ স্থাপনা অপসারণে উদ্যোগ নেই প্রশাসনের

    মোত্তাসিম সিকদার রাজীব, কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৪:৫৪ পিএম
    মোত্তাসিম সিকদার রাজীব, কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৪:৫৪ পিএম

    চন্দ্রা-নবীনগর মহাসড়কে অবৈধ স্থাপনা অপসারণে উদ্যোগ নেই প্রশাসনের

    মোত্তাসিম সিকদার রাজীব, কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৪:৫৪ পিএম

    চন্দ্রা-নবীনগর মহাসড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সড়ক ও মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ হাটবাজার, স্থাপনা ও অবৈধ সিএনজি পার্কিং দীর্ঘদিন ধরে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

    প্রায় নিত্যদিন কোনো না কোনো জায়গায় ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ, পঙ্গু হচ্ছে শত শত পথচারী। বারবার উচ্ছেদ অভিযান পরিচালনা করেও মিলছে না কোনো সুরাহা।

    বুধবার (২৭ আগস্ট) সরেজমিনে দেখা যায়, প্রশাসনের সামনেই মহাসড়কের জিরানি বাজার এলাকায় সার্ভিস লাইনের উপর বসেছে হাটবাজার, অটোরিকশা ও সিএনজির পার্কিং। তবে কেন প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

    এসব দোকানপাট ও হাটবাজার বসানোর কারণে যানজট সৃষ্টি হচ্ছে বলে দাবি বাসচালকদের। গত রবিবার (১৭ আগস্ট) মহাসড়কের চক্রবতী এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ একজন অটোরিকশা চালকের আকস্মিক মৃত্যু হয়।

    এছাড়াও চন্দ্রা-নবীনগর মহাসড়কের বাইপাইল এলাকায় গত (৪ আগস্ট) ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে গিয়ে তিন যাত্রী লরির চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন।

    এদিকে যানবাহন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চন্দ্রা-নবীনগর মহাসড়কে বৈধ যানবাহনের তুলনায় অবৈধ যানবাহনের সংখ্যাই বেশি। কয়েকজন বাসচালকের সঙ্গে কথা বলে জানা যায়, এটি একটি হাইওয়ে সড়ক, যেখানে প্রতিদিন দ্রুত গতির যানবাহন চলাচল করে।

    সড়কের ওপর অটোরিকশা পার্কিং ও হাটবাজার গড়ে ওঠার কারণে অনেক সময় বাসের সঙ্গে অটোরিকশা বা সিএনজির ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। তারা আরও বলেন, চলন্ত বাসের সামনে হঠাৎ বেপরোয়া ভাবে তিন চাকার গাড়ি ঘোরানোর সময় সঙ্গে সঙ্গে ব্রেক করা সম্ভব হয় না, আর তাতেই ঘটছে দুর্ঘটনা।

    সড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ হলেও পুলিশের নাকের ডগায় এগুলো চলাচল করছে। এসব হালকা যানের চালকরা অনেক সময় ভারী যানবাহনের সঙ্গে পাল্লা দেয়, মারাত্মক ঝুঁকি নিয়ে ওভারটেক করে, কখনো বড় যানবাহনকে সাইড না দিয়ে সড়কের মাঝখান দিয়ে চলাচল করে।

    এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, মহাসড়কের সার্ভিস লাইন ও ফুটপাত দখলসহ অবৈধ যানবাহনের স্ট্যান্ড বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের সাথে কথা বলেছি। অতি দ্রুতই হাইওয়ে পুলিশ ও সড়ক জনপদ বিভাগের পক্ষ থেকে সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের মাধ্যমে মহাসড়কের চলাচলের স্বস্তি ফিরে আনা হবে।

    এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রবিউল হাসান বলেন, কেউ যদি ফুটপাত ও মহাসড়কের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে অস্থায়ী দোকানপাট ও অবৈধ স্থাপনা নির্মাণ করে চাঁদা আদায় করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে অতি দ্রুত অভিযান চালিয়ে চাঁদাবাজদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…