নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি সিরিজে দারুণ ইনিংস খেলে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি করেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। একই সঙ্গে উন্নতি হয়েছে জাকের আলি এবং পারভেজ হোসেন ইমনসহ আরও কয়েকজনের।
আইসিসি কর্তৃক প্রকাশিত টি-টোয়েন্টি ফরম্যাটের সাপ্তাহিক হালনাগাদ অনুযায়ী, ব্যাটসম্যানদের তালিকায় লিটন এগিয়েছেন ৬ ধাপ। এখন তিনি অবস্থান করছেন ৪১ নম্বরে। বাংলাদেশের মধ্যে তার ওপরে আছেন কেবল তরুণ ওপেনার তানজিদ হাসান, যিনি তিন ধাপ পিছিয়ে নেমে এসেছেন ৩৯ নম্বরে।
ডাচদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের পর জাকের আলি উঠে এসেছেন তিন ধাপ এগিয়ে ৬০ নম্বরে। এদিকে শেষ ম্যাচে না খেলেও র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৬৭ নম্বরে উঠেছেন পারভেজ হোসেন ইমন।
বোলারদের তালিকায় যথারীতি বাংলাদেশিদের মধ্যে শীর্ষে আছেন মুস্তাফিজুর রহমান। যদিও শেষ ম্যাচে তিনি একাদশে ছিলেন না। অন্যদিকে শ্রীলঙ্কার স্পিনার মাহিশ থিকশানার পতনে তিনি এক ধাপ এগিয়ে এখন রয়েছেন ১১ নম্বরে।
এই তালিকার ১৯ নম্বরে আছেন শেখ মেহেদি হাসান। লেগ স্পিনার রিশাদ হোসেন নেমে গেছেন ৩ ধাপ পিছিয়ে এখন আছেন ২৪তম স্থানে। তার ঠিক পরেই রয়েছেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের কেউ নেই প্রথম ৩৮ জনের মধ্যে। ৩৯ নম্বরে আছেন শেখ মেহেদি হাসান, যিনি এখন এই তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি।
আরডি