পটুয়াখালীর বাউফল উপজেলায় রোমান মৃধা (২২) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত দশটার দিকে পরিষদ ভিআইপি রোড এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত রোমান ফরিদপুরের নগরকান্দা উপজেলার কুমারকান্দা গ্রামের নুরুল হক মৃধার ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন।
সূত্রে জানা গেছে, রোমানসহ আটজন শ্রমিক ভিআইপি এলাকায় একটি বাড়ির পাইলিংয়ের কাজ করছিলেন। শ্রমিকরা রাতে স্থানীয় ভাড়া বাসায় রোমানকে রেখে বাইরে রাতের খাবার খেতে বের হয়েছিলেন। রাত দশটার দিকে বাসায় ফিরে এসে ডাকাডাকি করলে রোমান দরজা না খুললে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
শ্রমিকরা জানায়, রোমান কাজের ফাঁকে ফাঁকে কারো সঙ্গে মোবাইলে কথা বলতেন। বৃহস্পতিবার রাত আড়াইটা পর্যন্ত মোবাইলে কথা বলেছে। কার সঙ্গে মোবাইলে কথা বলেছে, জিজ্ঞেস করলে সে বলতো না। ধারণা করা হচ্ছে, কারো সঙ্গে অভিমান করেই সে আত্মহত্যা করেছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান বলেন, 'এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।'
এআই