সদ্য প্রকাশিত এইচএসসি'র ফলাফলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার রাশেদ খান মেনন মহাবিদ্যালয় থেকে ১২ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করলেও কেউ পাশ করেনি। এ ঘটনায় উক্ত মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।
জানা গেছে, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ায় অবস্থিত রাশেদ খান মেনন মহাবিদ্যালয় থেকে এবছর অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ১২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফলাফল প্রকাশিত হলে জানা যায় ওই বিদ্যালয়ের সকলেই অকৃতকার্য হয়েছে।
একজনও পাশ করতে না পারায় ওই মহাবিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের দায়িত্ব সচেতনতা সম্পর্কে প্রশ্ন তুলছেন স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা।
ওই প্রতিষ্ঠানের জমিদাতা আব্দুল খালেক নয়ন ও স্থানীয় আলতাফ হোসেন জানান, ‘মহাবিদ্যালয়ের শিক্ষকরা ঠিকমত ক্লাস না নেয়ার কারণে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে।’ আগামীতে ঐ প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের নিয়মিত ক্লাস মনোযোগী হওয়ার আহবান জানান তিনি।
এ প্রসঙ্গে রাশেদ খান মেনন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ফখরুল ইসলাম জানান, ‘আমার কলেজ থেকে এ বছর ১২ জন শিক্ষার্থী এইচএসসি পরিক্ষায় অংশ নিয়েছে। আমরা মোটামুটি ভাবে পাঠদান করে আসছি। কিন্তু বুঝতে পারছি না কিভাবে ১২ জনই ফেল করল। গত বছর ৭ জন পরীক্ষা দিয়ে একজন পাশ করেছে। এ বছর আশা করেছি কমপক্ষে পাঁচ সাতজন পাশ করবে। কিন্তু দেখা গেল শতভাগ ফেল। এটা মেনে নিতে পারছি না। আমরা পরীক্ষার খাতা পুন:মূল্যায়নের আবেদন করবো।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান জানান, ‘১২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সকলে ফেল করা বিষয়টি খুবই দু:খজনক। কি কারনে সব শিক্ষার্থী ফেল করেছে প্রতিষ্ঠানের অধ্যক্ষর কাছে ব্যাখ্যা চাওয়া হবে।’
এসএম