কিশোরগঞ্জের মিঠামইনে হাওরের সেচ প্রকল্পের একটি ড্রেন থেকে মতি মিয়া (৬২) নামে এক পাহারাদারের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার ঢাকী ইউনিয়নের দুর্গাপুর চরের কান্দা সেচের ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মতি মিয়া উপজেলার ঘাগড়া ইউনিয়নের ধোবাজোড়া শিয়ারা গ্রামের তুতি মিয়ার ছেলে। তিনি হাওর রক্ষা উন্নয়ন বাঁধ নির্মাণকাজে ব্যবহৃত ইয়াকুব মিয়ার মালিকানাধীন একটি এক্সকাভেটরের পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মতি মিয়া গত সাত দিন ধরে মিঠামইনের হিমজুরী নদী এলাকায় হাওর রক্ষা উন্নয়ন বাঁধ নির্মাণকাজে ব্যবহৃত এক্সকাভেটরটির পাহারার দায়িত্বে ছিলেন। প্রতিদিনের মতো শুক্রবার রাতেও তিনি পাহারা দিতে বাড়ি থেকে হাওরে যান। এরপর আর তিনি বাড়িতে ফেরেননি।
শনিবার সকালে দুর্গাপুর গ্রামের কয়েকজন কৃষক জমিতে কাজ করতে যাওয়ার পথে কান্দা সেচের ড্রেনে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি মিঠামইন থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির গলায় ধারালো অস্ত্রের আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের পরিচয় এখনো জানা যায়নি।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ইখা