এইমাত্র
  • বিএনপি শান্তিতে বিশ্বাস করে: তারেক রহমান
  • মাস্তুল ফাউন্ডেশনের 'যাকাত স্বাবলম্বী প্রকল্প'র উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা
  • সেন্ট মার্টিন ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা শুরু রবিবার থেকে
  • শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণার ভিডিও ভাইরাল, জরিমানা বিএনপি জোটের প্রার্থীর
  • যশোর-১ ও ২ আসনে প্রস্তুত ২৭৭ ভোটকেন্দ্র, ঝুঁকিপূর্ণ ৯৬
  • পাবিপ্রবিতে ১৫তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড অনুষ্ঠিত
  • পটুয়াখালীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা
  • ঢাকা–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বেহাল দশা, কর্ণপাত নেই সওজের
  • বিশ্বকাপের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করল পাকিস্তান
  • নিরপেক্ষতার প্রশ্নে কোনো আপোষ নেই: ইসি সানাউল্লাহ
  • আজ শনিবার, ১৮ মাঘ, ১৪৩২ | ৩১ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বিচারব্যবস্থাকে প্রত্যেক সরকারের আমলেই ধ্বংস করা হয়েছে: মিয়া গোলাম পরওয়ার

    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৪:৪৮ পিএম
    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৪:৪৮ পিএম

    বিচারব্যবস্থাকে প্রত্যেক সরকারের আমলেই ধ্বংস করা হয়েছে: মিয়া গোলাম পরওয়ার

    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৪:৪৮ পিএম

    বাংলাদেশের বিচারব্যবস্থাকে প্রত্যেক সরকারের আমলেই ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, দেশে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ায় ঘুষ, সুদ ও অনিয়ম মানুষের স্বাভাবিক জীবনপ্রবাহ ধ্বংস করে দিয়েছে।

    শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে চাঁদপুর সদর উপজেলার হাসান আলী মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর-৩ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতার ৫৪ বছরে কোনো সরকারই দুর্নীতির অভিযোগের ঊর্ধ্বে থাকতে পারেনি। পরিবর্তন বলতে বোঝায়—যারা গত ৫৪ বছর দেশ শাসন করেছে, তাদের এবার ‘না’ বলা। দেশের ১৮ কোটি মানুষ আর তাদের ক্ষমতায় যাওয়ার সুযোগ দেবে না।

    তিনি আরও বলেন, “যারা গত ৫৪ বছরে পরীক্ষায় ফেল করেছে, সেই ফেল করা দল দিয়ে আর দেশ চালানো সম্ভব নয়। যারা ১১ দলীয় জোটে সামিল হয়েছে—যার মধ্যে ছয়টি ইসলামী দল রয়েছে—তারাই ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব নেবে।”

    জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য, চাঁদপুর জেলা সেক্রেটারি এবং ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।

    এ ছাড়া বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মো. রিয়াজুল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার শহর আমীর অ্যাডভোকেট শাজাহান খান।

    জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…