এইমাত্র
  • মুক্ত হয় উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা
  • ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা
  • দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
  • যশোরে পোষা কুকুর-বিড়ালে আক্রান্ত বাড়ছে, টিকা সংকট
  • সব ঠিক থাকলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে রোববার
  • নওগাঁয় মাদকসহ ১ জন গ্রেপ্তার
  • বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ-বিক্ষোভ-সড়ক অবরোধ
  • নোয়াখালী প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ঢাকার পথে ডা. জুবাইদা রহমান
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রতিবর্তন নবান্ন উৎসব-১৪৩২ উদযাপন
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মুন্সিগঞ্জ-৩ আসন

    বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ-বিক্ষোভ-সড়ক অবরোধ

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ১১:১২ এএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ১১:১২ এএম

    বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ-বিক্ষোভ-সড়ক অবরোধ

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ১১:১২ এএম

    মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত ঘন্টাব্যাপী দলটির জেলা কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

    মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী করেছে কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যান বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন। তার পাশাপাশি এ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো. মহিউদ্দিন।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেন।

    বিকেলে নাম ঘোষণার পর থেকে ফুঁসতে থাকেন মহিউদ্দিনের সমর্থকরা।সন্ধ্যায় মহিউদ্দিনের বাড়ি মুক্তারপুর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের জেলা দলীয় বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। একে একে শহরের বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে আসতে থাকেন বিক্ষুব্ধরা। সে সময় মিছিল থেকে, ‘আমার নেত্রী অসুস্থ, তারা করে নমিনেশন বানিজ্য, অবৈধ মনোনয়ন মানি না, মানবো না’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে কামরুজ্জামানের ছবিসহ কুশপুত্তলিকা বানিয়ে তাতে আগুন দেওয়া হয়। এ ছাড়াও জেলা কার্যালয়ের আশপাশে কামরুজ্জামানের সমর্থনে টানানো ব্যানার, ফেস্টুন ছিড়ে সড়কে আগুন জ্বালানো হয়। একই সঙ্গে শহরের সুপার মার্কেটের প্রধান সড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করেন মহিউদ্দিনের সমর্থকরা।

    বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বলেন, ‘আওয়ামী লীগের গত ১৭ বছর এ আসনে আন্দোলন, সংগ্রামে সুসংগঠিত করে রেখেছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই ও তার ছোটভাই জেলা বিএনপির বর্তমান কমিটির আহবায়ক কমিটির সদস্যসচিব মো.মহিউদ্দিন। এ দীর্ঘ সময়ে কামরুজ্জামান জেলা শহরে কোন কর্মসূচি করেননি। আবদুল হাই ৪ বছর আগে অসুস্থ হওয়ার পর দলের হাল ধরেন মহিউদ্দিন। হামলা, মামলার শিকার হন। গত বছরের ৪ আগস্ট সরকার পতনের আন্দোলনও মহিউদ্দিনের নেতৃত্বে হয়। সে সময়গুলোতেও কামরুজ্জামান মাঠে ছিলেন না।’

    তারা বলেন, ‘এমনকি জুলাই-আগস্ট আন্দোলনে হতাহতদেরও কোন খবর নেননি। দলের যখন সুসময় শুরু হয় তখন রতন দলে ভিড়েন। খালেদা জিয়াকে নিয়ে দেশ যখন সংকটের সময় পার করছে, সে সময় টাকার বিনিময়ে কামরুজ্জামান দলের মনোনয়ন এনেছেন। এতে এ আসনের আন্দোলন-সংগ্রামে থাকা নেতারা দারুণভাবে ভেঙে পড়েছেন। দ্রুত সময়ের মধ্যে মনোনয়ন পরিবর্তন করা না হলে এ আসনে বিএনপির মধ্যে বিভক্তি শুরু হবে।’

    এদিন কর্মসূচিতে অংশ নেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, শহর বিএনপির সদস্যসচিব মাহবুব আলম স্বপন, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মতিন, যুবদলের সাবেক সদস্যসচিব মোহাম্মাদ মাসুদ রানা প্রমুখ।

    এদিকে, কর্মসূচির শেষ দিকে সুপারমার্কেটের পেছেন দুটি ককটেল বিস্ফোরণের ঘটানো হয়। এর আগে গত ৩ নভেম্বর ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। সে সময় জেলার আরও দুটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…