মহান বিজয়ের মাস ডিসেম্বরকে স্বাগত জানিয়ে এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্যের বার্তা তুলে ধরতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা-১৩ আসনের উদ্যোগে ‘বিজয় রিকশা র্যালি’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টায় শেরেবাংলা নগর আদর্শ স্কুল থেকে র্যালিটি শুরু হয়ে আদাবর, মোহাম্মদপুর, বছিলা, লালমাটিয়া ও রায়েরবাজারসহ ঢাকা-১৩ আসনের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এনসিপির যুগ্ম সদস্য সচিব ও ঢাকা-১৩ আসনের এমপি পদপ্রার্থী আকরাম হোসাইন-এর নেতৃত্বে আয়োজিত এ র্যালিতে অংশ নেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সদস্য সচিব সরদার আমিরুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। রঙিন সাজসজ্জা ও ব্যানার-ফেস্টুনে সজ্জিত শতাধিক রিকশায় বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে র্যালিকে উৎসবমুখর করে তোলেন।

র্যালিতে আকরাম হোসাইন বলেন, বিজয়ের মাস ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে এক অফুরন্ত প্রেরণার উৎস। আজকের রিকশা র্যালি শুধু উদযাপন নয়, এটি আনন্দ, ঐক্য ও নাগরিক দায়িত্ববোধের প্রতীক। বর্তমান প্রেক্ষাপটে ফ্যাসিবাদবিরোধী সব শক্তির ঐক্য অত্যন্ত জরুরি। এই আয়োজন সেই ঐক্যেরই প্রতিফলন, যেখানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাদের সামাজিক ও নাগরিক দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ হয়েছেন।
আয়োজনে সহযোগিতা ও অংশগ্রহণের জন্য বিভিন্ন শ্রেণী–পেশার মানুষ, ছাত্র-জনতা ও সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর।
এসকে/আরআই