এইমাত্র
  • বিশ্বকাপের মেসি-রোনালদোর দেখা হতে পারে যে সমীকরণে
  • তারেক রহমানের নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি: আমীর খসরু
  • ‘ওরে রোকেয়ারে তুই কোনাই’
  • প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়ল
  • ২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র: কোন গ্রুপে কোন দল?
  • পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও মৌসুমের শুরুতে পেঁয়াজের কেজি ১৪০
  • উৎসুক জনতার ভিড় কম এভারকেয়ারে, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
  • আজ কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস
  • খালেদা জিয়াকে লন্ডন নেয়া হবে কি না সিদ্ধান্ত রাতে
  • অবিস্মরণীয় ৬ ডিসেম্বরে মুক্ত হয়েছিলো গণতন্ত্র: তারেক রহমান
  • আজ শনিবার, ২২ অগ্রহায়ণ, ১৪৩২ | ৬ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    উৎসুক জনতার ভিড় কম এভারকেয়ারে, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ পিএম

    উৎসুক জনতার ভিড় কম এভারকেয়ারে, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ পিএম
    ছবি: সংগৃহীত

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ঘিরে বেশ কয়েকদিন ধরেই উৎসক জনতার ভিড় ছিল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণে।

    আজ শনিবার (৬ ডিসেম্বর) সকালে ভিড় কিছুটা কম দেখা গেলেও সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

    তবে পেশাগত কাজে সাংবাদিক ও বিভিন্ন সংস্থার লোকজন ছাড়া তেমন কারও উপস্থিতি চোখে পড়েনি। ভিড় কম হওয়ায় অন্যান্যদেরও চিকিৎসাসেবায় বিঘ্ন ঘটছে না। ফলে যেমন স্বস্তিতে আছে হাসপাতাল প্রশাসন, একইভাবে অন্যান্য রোগীদের ভোগান্তি কমেছে।

    খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকায় গত কয়েকদিন ধরে সেখানে বিএনপির নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের ভিড় ছিল বেশি।

    এমন অবস্থায় বিএনপির পক্ষ থেকেও ভিড় না করার আহ্বান জানানো হয়।

    গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এরপর অসুস্থ হয়ে পড়েন তিনি।

    এ অবস্থায় গত ২৩ নভেম্বর তাকে জরুরিভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তবে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে শুক্রবার (৫ ডিসেম্বর) লন্ডনে নেওয়ার কথা ছিল। কিন্তু পরে তা পিছিয়ে রবিবার (৭ ডিসেম্বর) করা হয়। শোনা যাচ্ছে সেটি আরও পেছাতে পারে।

    চিকিৎসাধীন খালেদা জিয়ার বয়স প্রায় ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির সমস্যাসহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন। এরই মধ্যে তাকে দেখতে গতকাল শুক্রবার ঢাকায় পৌঁছেছেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…