এইমাত্র
  • পৃথিবীর বুকে ১০ কিলোমিটার দীর্ঘ বিস্ময়কর ফাটল
  • ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে হাসপাতালে ভর্তি ৪৮৬
  • প্রাথমিক শিক্ষার অবস্থা ভয়ঙ্কর খারাপ: পররাষ্ট্র উপদেষ্টা
  • ‘সুস্থ হয়ে উঠবেন খালেদা জিয়া, বিদেশ নেয়ার বিষয় শারীরিক অবস্থার ওপর নির্ভরশীল’
  • শেখ হাসিনা ইস্যুতে জয়শঙ্কর বললেন, সিদ্ধান্ত তাকেই নিতে হবে
  • আগামীকাল থেকে বার্ষিক পরীক্ষা নেবেন প্রাথমিকের শিক্ষকরা
  • যেকোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান, প্রস্তুত হচ্ছে সব: খসরু
  • নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • বিডিআর হত্যাকাণ্ডে নাম: আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন
  • ইউক্রেনে হামলার ঘোষণা চেচেন নেতা রমজান কাদরিভের
  • আজ শনিবার, ২২ অগ্রহায়ণ, ১৪৩২ | ৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    গণতন্রের ঐতিহাসিক সন্ধিক্ষণে বাংলাদেশ: সালাহউদ্দিন আহমদ

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪০ পিএম
    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪০ পিএম

    গণতন্রের ঐতিহাসিক সন্ধিক্ষণে বাংলাদেশ: সালাহউদ্দিন আহমদ

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪০ পিএম

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য,সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,আগামী ফেব্রুয়ারী মাসে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু সরকার গঠনের নির্বাচন হবেনা। এটি বিশ্ব স্বকৃীত ও প্রশংসনীয় একটি নির্বাচন হবে। এটি হবে বাংলাদেশের পরিবর্তনের সূচনাকারী জাতীয় সংসদের নির্বাচন। বাংলাদেশ আজ গণতন্ত্রের ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই নির্বাচনে জণগণই তাদের ভোট পাহারা দিবে।

    ‎শনিবার (৬ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া) কৈয়ারবিল ইউনিয়নের ইসলাম নগর ছৈয়দ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।

    এ সময় তিনি বলেন,শেখ হাসিনা বাংলাদেশের অস্থিত্বে বিশ্বাস করতেন না। তাই যারা এখনও আওয়ামী লীগ করেন তাদের কাছে জানতে ইচ্ছে করে,তাদের নেত্রীসহ দলবলে ভারতে পালিয়ে যাবার পরও কোন কারণে তারা সে দল করবেন। দেশের মানুষের প্রত্যাশা,শহীদের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ বিনির্মান হবে। এদেশে নারীর প্রতিনিধিত্ব থাকবে উল্লেখযোগ্য হারে।

    তিনি আরও বলেন,যারা অন্য কোন মার্কায় ভোট দিলে তর,তরিয়ে বেহেস্তে যাবে বলে এটা কখনো আপনারা বিশ্বাস করবেন না। আপনাদের সকলের সমমর্যাদায় বিশ্বাস করি। এদেশে বিএনপির নির্বাচনী ইশতেহার হবে অর্থনৈতিক ও গণতান্ত্রিক মুক্তির। ফলে বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে এদেশের গণমানুষের মুক্তির সনদ মিলবে। আমি জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত আমি আপনাদের ভালোবাসায় আছি,ছিলাম এবং থাকতে চাই।আমাদের আর কোনদিন ভোটের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে হবে না। আমি আপনাদের পরীক্ষিত বন্ধু,নতুন করে পরীক্ষা দিতে হবে বলে আমি নিজে মনে করিনা তাই আপনারা আমার পক্ষে ঘরে ঘরে ধানের শীষে ভোট চাইবেন।

    ‎সকাল ১১ টায় নিজ নির্বাচনী এলাকায় ৫ ম দিনের মত গণসংযোগ শুরু করেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

    এদিকে প্রতিটি ইউনিয়নে তাকে একপলক দেখার জন্য উচ্ছ্বসিত জনতার সরব উপস্থিতি বেশ লক্ষণীয়। মানুষ ব্যাপক উৎসাহ নিয়ে পথসভা গুলোতে যোগ দিচ্ছেন।

    এ সময় উপস্থিত ছিলেন-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,সাবেক সাংসদ ও তাঁর সহধর্মিণী এডভোকেট হাসিনা আহমদ,কক্সবাজার জেলা বিএনপি সাধারণ সম্পাদক,সাবেক পিপি এডভোকেট শামীম আরা স্বপ্না,চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ আরও অনেকেই।

    বিকালে তিনি ধারাবাহিক ভাবে ফাঁসিয়াখালী,কাকারা,লক্ষ্যারচর ও বরইতলী ইউনিয়নে গণসংযোগ করবেন এবং একাধিক পথসভায় বক্তব্য রাখবেন।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…