রাজধানীর বিভিন্ন এলাকায় আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে ৩ হাজার ২১২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে মোট ৬৮০টি গাড়ি ডাম্পিং ও ৩১৪টি গাড়ি রেকার করা হয়েছে।
আজ শনিবার (৬ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
তথ্য মতে, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ও শুক্রবার (৫ ডিসেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করেছে।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৩টি বাস, ৩টি ট্রাক, ৩১টি কাভার্ডভ্যান, ৬১টি সিএনজি ও ১৮৯টি মোটরসাইকেলসহ মোট ৪০৩টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৯টি বাস, ৫০টি ট্রাক, ৪০টি কাভার্ডভ্যান, ৬০টি সিএনজি ও ১৭৮টি মোটরসাইকেলসহ মোট ৪৩৪টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৮টি বাস, ৬টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি ও ১৬০টি মোটরসাইকেলসহ মোট ৩০৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩২টি বাস, ২০টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৭১টি সিএনজি ও ২৯০টি মোটরসাইকেলসহ মোট ৪৯৯টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ২৮টি বাস, ৯টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ৫৪টি সিএনজি ও ৩১৯টি মোটরসাইকেলসহ মোট ৬৩৫টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৮টি বাস, ৪টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ১০১টি সিএনজি ও ১৬২টি মোটরসাইকেলসহ মোট ৫২৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ১টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেলসহ মোট ১৭৭টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২০টি বাস, ৫টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ২৫টি সিএনজি ও ১৩৮টি মোটরসাইকেলসহ মোট ২২৭টি মামলা হয়েছে।
গত বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এইচএ