ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে গত বছর ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মুখ খুলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং যেসব ‘‘পরিস্থিতি’’ তাকে ভারতে নিয়ে এসেছে, সেগুলোই এখন তার সিদ্ধান্তকে প্রভাবিত করছে।
শনিবার (৬ ডিসেম্বর) দেশটির সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি।
এনডিটিভির এনডিটিভির সিইও ও এডিটর-ইন-চিফ রাহুল কানওয়ালের এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, ‘আসলে এটা ভিন্ন ধরনের বিষয়, তাই না? তিনি নির্দিষ্ট এক পরিস্থিতিতে এখানে এসেছিলেন, এবং আমার মনে হয় সেই পরিস্থিতিই তার ভবিষ্যৎ অবস্থানকে প্রভাবিত করবে। তবে এটি শেষ পর্যন্ত তার নিজের সিদ্ধান্তের বিষয়।’
বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমরা যা শুনেছি তা হলো; বাংলাদেশে, বিশেষ করে যারা এখন ক্ষমতায়, তাদের আগের নির্বাচনগুলো কীভাবে হয়েছে; সে বিষয়ে আপত্তি ছিল। এখন, যদি সমস্যাটি নির্বাচন নিয়ে হয়, তাহলে প্রথম কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা।’
প্রসঙ্গত, গত বছরের আগস্টে বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা হারানোর পর থেকেই ভারতে অবস্থান করছেন শেষ হাসিনা। গত মাসে ঢাকার বিশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল শিক্ষার্থী-জনতার আন্দোলনে সরকারি দমন-পীড়নের অভিযোগে ৭৮ বছর বয়সী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে।
এ রায়ের পর বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে শেখ হাসিনাকে প্রত্যপর্নের অনুরোধ জানিয়ে ভারতকে চিঠি পাঠিয়েছে। তবে এই চিঠির আনুষ্ঠানিক কোনো জবাব দিল্লির তরফ থেকে এখনও দেওয়া হয়নি।
আরডি