ব্রাজিল দলে নেইমারকে দেখা যাবে কি না—এই প্রশ্নটি গত কয়েক সপ্তাহ ধরে ফুটবল অঙ্গনকে সরগরম করে রেখেছে। সবশেষ ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের জার্সিতে দেখা গিয়েছিল ৩৩ বছর বয়সী এই ফুটবলারকে। এরপর থেকে ইনজুরি আর ফিটনেস সমস্যায় জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি তার।
এদিকে ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন রিয়ার মাদ্রিদের সাবেক কোচ কার্লো আনচেলত্তি। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিশ্বকাপের দল গঠনে বিশেষ মনোযোগ দিয়েছেন তিনি। এক্ষেত্রে খেলোয়াড়দের ফিটনেসের বিষয়টি তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন।
এমন পরিস্থিতিে অনেকেই জিলের আগামী বিশ্বকাপের স্কোয়াডে দেখছেন না নেইমারকে। তবে জাতীয় দলের নতুন প্রধান কোচ কার্লো আনচেলোত্তি অবশেষে সেই অনিশ্চয়তার জট ছেঁড়ে দিলেন।
শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আনচেলোত্তি বলেন, ‘আমি জানি, আপনারা নেইমারকে নিয়ে খুবই আগ্রহী। কিন্তু মনে রাখতে হবে, এখন ডিসেম্বর, বিশ্বকাপ শুরু হবে জুনে। মে মাসে যখন আমি স্কোয়াড ঘোষণা করব, তখন যদি নেইমার যোগ্য প্রমাণিত হয়, ফিট থাকে, অন্যদের সমান বা তাদের চেয়েও ভালো থাকে, তাহলে সে বিশ্বকাপে খেলবে। বিষয়টি এতটাই সরল।’
চলতি মৌসুমে সান্তোসের হয়ে এখন পর্যন্ত ১৯ ম্যাচ খেলেছেন নেইমার। যেখানে ৮ গোলের পাশাপাশি করেছেন ১টি অ্যাসিস্ট।
আরডি