টাঙ্গাইলের গোপালপুর-ভূঞাপুর (টাঙ্গাইল-২) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা শাকিল উজ্জামান। ‘তরুণ নেতৃত্ব ও দেশ গড়ার স্বপ্ন’কে সামনে রেখে তিনি দলের ‘ট্রাক’ প্রতীক নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে মনোনয়ন পাওয়া দলটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সালাম পিন্টু ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্বও পালন করেন।
অন্যদিকে শাকিল উজ্জামান পরিচিতি পান ২০১৮ সালের আলোচিত কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে। সে সময় তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ‘ছাত্র অধিকার পরিষদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন। পরবর্তীতে ‘গণঅধিকার পরিষদ’ গঠনের পর থেকে তিনি সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে নেতৃত্ব দিয়ে আসছেন।
রাজনৈতিক জীবনে নানা বাধা-বিপত্তির মধ্য দিয়ে এগিয়েছেন শাকিল। ২০২১ সালে র্যাব কর্তৃক গুম হয়ে ‘আয়না ঘর’ নামে পরিচিত নির্যাতন কেন্দ্রে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। দীর্ঘ কারাবাস শেষে মুক্তি পেলেও তিনি গুম-খুন, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার থাকেন। পাশাপাশি প্রবাসীদের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছেন। ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানেও তিনি সম্মুখ সারিতে নেতৃত্ব দেন।
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের সন্তান শাকিল উজ্জামানের শিক্ষা জীবনের শুরু হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তিনি হেমনগর শশীমুখী উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি এবং হেমনগর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে তিনি গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।
এসকে/আরআই