এইমাত্র
  • চলছে দানের টাকা গোনা, হুমায়ুনের জন্য হায়দ্রাবাদ থেকে 8 নিরাপত্তারক্ষী
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • আজ বুধবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ১০ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সারাদেশে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উদযাপন

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ পিএম

    সারাদেশে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উদযাপন

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ পিএম

    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :

    আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস–২০২৫ উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে আলোচনা সভা ও অদম্য নারী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসমা বানু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

    “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এ প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য দেন গত বছরের জাতীয় শ্রেষ্ঠ মা মেরিনা বেসরা, সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, বিরামপুর থানার নবাগত ওসি সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশারত জাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরীসহ আরও অনেকে।

    অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে নির্বাচিত অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদের পরিবারের সদস্য, বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

    জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি :

    “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়বো আগামী শুদ্ধতা”—এই প্রতিপাদ্যে সুনামগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসন প্রাঙ্গণের ‘জুলাই চত্বরে’ জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন করা হয়।

    দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জেলা প্রশাসনের সহযোগিতায় পরবর্তীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা সভাপতি অধ্যক্ষ (অব.) সৈয়দ মুহিবুল ইসলাম। সচেতন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিল রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক সুনজিত কুমার চন্দ, সহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের মো. আশরাফ উদ্দিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, সচেতন নাগরিক কমিটির সভাপতি কানিজ সুলতানা প্রমুখ।

    বাঘা (রাজশাহী) প্রতিনিধি :

    নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের আদর্শ ও সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাঘায় উদযাপিত হয়েছে রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়ন প্রতিষ্ঠায় তাঁর অবদানের স্মরণে প্রতিবছরের মতো এবারও উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও অদম্য নারী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

    মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে চার সফল নারীর হাতে প্রদান করা হয় রোকেয়া পদক ও সনদ।

    রোকেয়া পদক ২০২৫ পেয়েছেন—অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী: রানু আখতারী (মুর্শিদপুর) শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী: ববিতা বেগম (জোতরাঘব) নির্যাতনের দুঃস্বপ্ন পেরিয়ে জীবন সংগ্রামে জয়ী নারী: শারমিন আক্তার (নওটিকা) সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী: আরিফা জেসমিন (মুর্শিদপুর) সংশ্লিষ্ট সূত্র জানায়, সফল জননী ক্যাটাগরিতে এ বছর উপযুক্ত প্রার্থী পাওয়া যায়নি।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, বেগম রোকেয়া স্বপ্ন দেখেছিলেন নারী–পুরুষ সমান মর্যাদা ও অধিকার নিয়ে সমাজে বাঁচবে। তাঁর সাহস ও সাধনাকে অনুসরণ করে নারীদের সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে এগিয়ে যেতে হবে।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি বলেন, নারীমুক্তি ও মানবাধিকারের সংগ্রামে বেগম রোকেয়া নারীসমাজকে অন্ধকার থেকে আলোর পথে এনেছিলেন। তাঁর ত্যাগ ও চিন্তা আজও পথ দেখায়।

    অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আকতার, মৎস্য কর্মকর্তা তহুরা হক, বাঘা প্রেস ক্লাব আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, শিক্ষার্থী নাফিসা নেওয়াজসহ অন্যরা। পুরস্কারপ্রাপ্ত জয়িতারাও তাঁদের অনুভূতি ব্যক্ত করেন।

    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আবুল কালাম এবং গীতাপাঠ করেন পরিমল চন্দ্র। সঞ্চালনা করেন উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মনসুর আলী।

    লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা :

    “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য: গড়বে আগামীর শুদ্ধতা”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস–২০২৫ পালিত হয়েছে।

    দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে মানববন্ধন, আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলার মাশাবি রেস্টুরেন্টের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

    এরপর উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিক আহমদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

    আমিনুল হক বুলবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :

    “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় নান্দাইল উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

    সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আব্দুল খালেক। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক প্রভাষক নাজমা আক্তার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত।

    এছাড়া বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ভুঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান উল্লাহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ–সভাপতি সাংবাদিক শামছ–ই–তাবরীজ রায়হান, সদস্য রবিউল আলম ফরাজী, এ. হান্নান আল আজাদ প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা–কর্মচারী, শিক্ষক ও নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

    আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

    ফরিদপুরের আলফাডাঙ্গায় নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। একইসঙ্গে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় তিনজন অদম্য নারীকে সম্মাননা পদক প্রদান করা হয়েছে।

    মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমীর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা আক্তার সোনিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আলমগীর কবীর প্রমুখ। সভায় বক্তারা বেগম রোকেয়ার জীবন ও কর্ম তুলে ধরেন।

    আলোচনা পর্ব শেষে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তিনজন অদম্য নারীকে উপজেলা পর্যায়ে সম্মাননা পদকে ভূষিত করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন—সফল জননী: রওশন আরা বেগম সমাজ উন্নয়নে অসামান্য অবদান: মোসা. স্বপ্না বেগম নির্যাতনের দুঃস্বপ্ন কাটিয়ে নতুন উদ্যমে জীবন শুরু: তাহমিনা।

    ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :

    আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ–২০২৫ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের যৌথ আয়োজনে কর্মসূচি পালিত হয়।

    বিকেলে উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। নারীর প্রতি সহিংসতা রোধে জনসচেতনতা সৃষ্টি করাই ছিল র‌্যালির মূল উদ্দেশ্য। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যরা প্ল্যাকার্ড–ফেস্টুন নিয়ে অংশ নেন।

    জান্নাতুল বিশ্বাস, নড়াইল প্রতিনিধি :

    “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হওয়া র‌্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তর নড়াইলের উপপরিচালক মৌসুমী রানী মজুমদার। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, জেলা সঞ্চয় কর্মকর্তা সাইয়্যেদা ফাতিহা তুর রুবাইয়্যাত, সফল জননী রাজিয়া বেগম, শিক্ষার্থী নাজিয়া নাওয়ারা ও ফাতেমা খাতুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাফায়েত উল্লাহসহ অন্যান্য অতিথিবৃন্দ।

    বক্তারা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ, নারীর অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক অগ্রযাত্রায় নারীর ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন।

    আলোচনা সভা শেষে অর্থনীতি, শিক্ষা, সমাজ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় জেলার ৫ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলায় অদম্য নারীকে সম্মাননা প্রদান করা হয়।

    পাবনা প্রতিনিধি :

    “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য : গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

    এ উপলক্ষে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পাবনার আয়োজনে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

    এরপর জেলা প্রশাসক কার্যালয় সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে পুলিশ লাইনসের শহিদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনার উপপরিচালক শহীদুল আলম সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক শাহেদ মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মনোয়ার উল আজীজ, সাধারণ সম্পাদক এবিএম ফজলুর রহমানসহ অনেকে।

    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি :

    “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস–২০২৫ বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়।

    মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে অদম্য নারীদের সম্মাননা প্রদানের লক্ষ্যে পরিষদ চত্বর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরৎ জাহান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী।

    বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা জোবায়ের হোসেন ও থানা পুলিশের ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন প্রমুখ।

    বক্তারা বলেন, নারী–পুরুষ সমতা ও সহিংসতামুক্ত সমাজ গঠনে পরিবার ও সমাজের সব স্তরের মানুষকে সচেতন হতে হবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় নেতৃবৃন্দের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…