মুন্সিগঞ্জে মাদক, হত্যা, অস্ত্র ও মারামারিসহ ২১ মামলার আসামি আলোচিত বাবু মিজি (৩০)-এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরে এলাকাবাসীর পক্ষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে মুন্সিগঞ্জ পৌরসভার বৈখর ও পশ্চিম দেওভোগ এলাকার শতাধিক নারী-পুরুষ একটি বিক্ষোভ মিছিল নিয়ে ডিসি অফিসের সামনে জড়ো হন।
মানববন্ধন চলাকালীন বাবুর বড় বোন শিউলি বেগম এলে উপস্থিতদের হুমকি দেন বলেও অভিযোগ করেন অংশগ্রহণকারীরা। বিক্ষোভে উপস্থিত ছিলেন পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি ও সাবেক কাউন্সিলর বাদশা সিকদার, জেলা বিএনপির সাবেক সদস্য মো. গোলজার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন তালুকদার ভুলু, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান গাজী, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. গিয়াস উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধনে বক্তারা বলেন, বাবু বিভিন্ন মামলায় গ্রেফতার হলেও জামিনে বের হয়ে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তিনি বর্তমানে আটক থাকায় এলাকাবাসী তার যেন জামিন না হয়—এই দাবি জানান। পাশাপাশি এলাকায় সক্রিয় অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান করেন তারা।
এলাকাবাসী আরও জানান, বাবুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অপরাধের অভিযোগ থাকলেও ভুক্তভোগীরা ন্যায়বিচার পাচ্ছেন না। বাবুর পরিবারের অন্যান্য সদস্যরাও এসব কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ তুলে তাদের আটক দাবি করেন। এদিকে, বাবু মিজি কারাগারে থাকলেও এলাকায় নতুন করে কয়েকজন মাদক ব্যবসায়ী সক্রিয় হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধেও অভিযান জোরদার করার দাবি জানানো হয়।
প্রসঙ্গত, গত ২ ডিসেম্বর বিকেলে হত্যা, মাদক, অস্ত্র ও মারামারিসহ ২১ মামলার আসামি বাবু মিজিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে। তিনি পৌরসভার ৫নং ওয়ার্ডের বৈখর এলাকার মৃত আফিজ উদ্দিন সরকারের ছেলে এবং বর্তমানে জেলহাজতে রয়েছেন।
এনআই