মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির ঘোষিত প্রার্থীতা বাতিলের দাবিতে শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে শহরের থানারপুল এলাকার জেলা কার্যালয়ের সামনের প্রধান সড়কে বিক্ষোভ সমাবেশ করে।
এর আগে দুপুর থেকেই সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনের সমর্থক দলীয় নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শহরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে জড়ো। পরে বিকেল ৪ টার দিকে সমাবেশ শুরু হতেই প্রধান সড়কের একপাশে নেতাকর্মীদের উপস্থিতিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় বক্তৃতা করেন শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন, জেলা বিএনপির সাবেক সদস্য গোলজার হোসেন, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ভিপি শাহীন মিয়া ও মুন্সিগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খোরশেদ আলম তপন।
আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল, শহীদুল ইসলাম কমিশনার, কাজী আবু সুফিয়ান বিপ্লব, শাহাদাত হোসেন সরকার, মীরকাদিম পৌরসভা বিএনপির সভাপতি জসিম উদ্দিন আহমেদ, সদরের পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাবেক পৌর কাউন্সিলর বাদশা সিকদার প্রমুখ।
সমাবেশে বক্তারা, এ আসনে দলের ঘোষিত প্রার্থি কামরুজ্জামান রতনকে পরিবর্তন করে সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের ছোট ভাই ও জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
পরে সমাবেশ শেষে থানারপুল এলাকার দলীয় কার্যালয়ের সামনে মিছিল বের করে। মিছিলটি শহরের খালইষ্ট, পুরাতন কাচারী, শহরের প্রধান বাজার, মালপাড়া এলাকার প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় থানারপুল এলাকায় এসে শেষ হয় এবং আগামীকাল মুক্তারপুর এলাকায় মশাল মিছিলের ডাক দেন।
প্রসঙ্গত : গত ৪ ডিসেম্বর বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সিগঞ্জ-৩ আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রতনকে প্রার্থী ঘোষনা করেন। এতে ওইদিন রাতে থেকে মনোনয়ন বঞ্চিত মো. মহিউদ্দিনের সমর্থক দলীয় নেতাকর্মীদের সড়ক অবরোধ, ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে টায়ারে আগুন জ্বালিয়ে ব্লকেড, মশাল মিছিল, সংবাদ সম্মেলন ও নারী সমাবেশসহ নানা কর্মসূচি অব্যাহত রয়েছে।
এনআই