পাবনা থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করা স্কয়ার গ্রুপের নিজস্ব হেলিকপ্টার (এস২–এজিপি) যান্ত্রিক ত্রুটির কারণে মানিকগঞ্জে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কড়িখোলাচকে বিস্তীর্ণ ফসলের মাঠে হেলিকপ্টারটি নিরাপদে অবতরণ করে।
এর আগে বিকাল ৪টায় পাবনা থেকে উড্ডয়ন করে হেলিকপ্টারটি। আকাশে ওড়ার কিছুক্ষণ পরই যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে পাইলট ঝুঁকি এড়াতে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। এতে হেলিকপ্টারটির কোনো ক্ষয়ক্ষতি না হলেও ঘটনাস্থলে ব্যাপক উদ্বেগ তৈরি হয়।
হেলিকপ্টারটিতে পাইলটসহ মোট ৬ জন আরোহী ছিলেন। তারা স্কয়ার গ্রুপের এমডি তপন চৌধুরীর ঘনিষ্ঠজন বলে জানা গেছে। অবতরণের পরপরই স্কয়ার গ্রুপের আরেকটি হেলিকপ্টার সেখানে পৌঁছে আরোহীদের ঢাকায় নিয়ে যায়।
পরে সন্ধ্যা ৬টার দিকে যান্ত্রিক ত্রুটি শনাক্ত করতে ঘটনাস্থলে আসেন এয়ারক্রাফট টেকনিশিয়ান মোহাম্মদ শিব্বির হোসাইন। তিনি জানান, সাপোর্টিং ব্যাটারিটি (লেড–অ্যাসিড এভিয়েশন ব্যাটারি) চার্জিং ও পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আগামীকাল প্রধান টেকনিক্যাল টিম এসে ত্রুটি নিরসনের কাজ শুরু করবে। আশা করছি দ্রুতই মেরামত সম্ভব হবে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যা নামার পরও আশপাশের শত শত মানুষ ফসলের মাঠে নেমে আসেন হেলিকপ্টারটি দেখতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও নিরাপত্তার জন্য স্কয়ার গ্রুপের প্রায় ৩০ জন কর্মী রাতভর পাহারায় থাকবেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
এনআই