এইমাত্র
  • শিশু সাজিদকে উদ্ধারে ৪০ ফুট গর্ত খোঁড়া শেষ, চলছে সুরঙ্গ করার কাজ
  • উল্লাপাড়ায় নৌকার প্রচারে বিএনপি নেতা!
  • গৌরীপুরে হিল্লা বিয়ের নামে গৃহবধু প্রতারণার শিকার!
  • আগামীকাল থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধের ঘোষণা
  • নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীর পোস্টার লাগানোকে কেন্দ্র করে তিনজন ছুরিকাহত
  • সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প
  • ইসরায়েলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি নিহত
  • তেল ট্যাংকার আটকের ঘটনায় ক্ষুব্ধ ভেনেজুয়েলা, যুক্তরাষ্ট্রকে ‘জলদস্যু’ আখ্যা
  • ভেনেজুয়েলা উপকূলে বিশাল তেলবাহী ট্যাংকার আটক করল যুক্তরাষ্ট্র
  • পশ্চিম তীরে নতুন ৭ শতাধিক সেটলার বাড়ি তৈরির অনুমোদন দিলো ইসরায়েল
  • আজ বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ, ১৪৩২ | ১১ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    তেল ট্যাংকার আটকের ঘটনায় ক্ষুব্ধ ভেনেজুয়েলা, যুক্তরাষ্ট্রকে ‘জলদস্যু’ আখ্যা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭ এএম

    তেল ট্যাংকার আটকের ঘটনায় ক্ষুব্ধ ভেনেজুয়েলা, যুক্তরাষ্ট্রকে ‘জলদস্যু’ আখ্যা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭ এএম

    ভেনেজুয়েলা উপকূলে বিশাল তেলবাহী ট্যাংকার আটক করেছে যুক্তরাষ্ট্র। এই ঘটনায় ওয়াশিংটনকে কঠোর ভাষায় আক্রমণ করেছে কারাকাস। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘চুরি’ ও ‘আন্তর্জাতিক জলদস্যুতা’র অভিযোগ তুলে দেশটি বলছে, ওয়াশিংটনের সব পদক্ষেপই ভেনেজুয়েলার জ্বালানি সম্পদ দখলের পরিকল্পনার অংশ। এদিকে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার বিরুদ্ধে এই ধরনের আরও পদক্ষেপ নেয়ার কথা বিবেচনা করছে বলে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে।

    সংবাদমাধ্যম বিবিসি বলছে, ভেনেজুয়েলা উপকূলে একটি তেলবাহী জাহাজ আটক করার ঘটনায় যুক্তরাষ্ট্রকে ‘চুরি’ ও ‘আন্তর্জাতিক জলদস্যুতা’র অভিযোগে অভিযুক্ত করেছে ভেনেজুয়েলা সরকার। এক বিবৃতিতে দেশটি বলেছে, ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই ‘আগ্রাসী নীতি’ আমাদের জ্বালানি সম্পদ লুটের ‘সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ’।

    বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, যুক্তরাষ্ট্র ‘সাম্রাজ্যবাদী পন্থায় ক্ষমতার অপব্যবহার’ করছে। লাতিন আমেরিকার এই দেশটির দাবি, ভেনেজুয়েলার বিরুদ্ধে দীর্ঘদিনের এই আক্রমণ অভিবাসন, মাদক পাচার, গণতন্ত্র কিংবা মানবাধিকারের কারণে নয়; বরং ‘এটা সবসময়ই ছিল আমাদের প্রাকৃতিক সম্পদ, আমাদের তেল ও জ্বালানি দখলের জন্য।’

    এর আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা ভেনেজুয়েলার উপকূলে একটি ট্যাংকার আটক করেছি— খুব বড় ট্যাংকার। এখন পর্যন্ত আটক করা ট্যাংকারগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়’। তিনি আরও বলেন, ‘আরও কিছু ঘটনা ঘটছে’, তবে সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। ট্রাম্প বলেন, পরে তিনি এ নিয়ে কথা বলবেন।

    এদিকে এ বিষয়ে পরিচয় প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, মার্কিন কোস্ট গার্ড এই অভিযান পরিচালনা করেছে এবং নৌবাহিনী এতে সহায়তা দিয়েছে। মাদুরোর ওপর চাপ বাড়ানোর সর্বশেষ পদক্ষেপ এটি। যুক্তরাষ্ট্র মাদুরোর বিরুদ্ধে নারকো-টেররিজমের অভিযোগ এনেছে।

    পরে দেয়া দীর্ঘ ওই বিবৃতিতে বলিভারিয়ান রিপাবলিক অব ভেনেজুয়েলা দাবি করে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘এই হামলার কথা স্বীকার করেছেন’ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের লক্ষ্য সবসময়ই ‘কোনও ধরনের ক্ষতিপূরণ দেয়া ছাড়াই ভেনেজুয়েলার তেল দখল করা’।

    বিবৃতিতে বলা হয়, ট্রাম্প পরিষ্কার করে দিয়েছেন যে ভেনেজুয়েলার বিরুদ্ধে এই আগ্রাসন ‘আমাদের জ্বালানি সম্পদ লুটের একটি পরিকল্পিত উদ্যোগ’। বিবৃতিতে আরও বলা হয়, ভেনেজুয়েলার বিরুদ্ধে দীর্ঘদিনের আগ্রাসনের আসল কারণ ‘অবশেষে প্রকাশ্যে এসেছে’। আর তা হলো— ‘এটা অভিবাসন নয়। এটা মাদক পাচার নয়। এটা গণতন্ত্র বা মানবাধিকার নয়। এটা সবসময়ই ছিল আমাদের প্রাকৃতিক সম্পদ, আমাদের তেল, আমাদের জ্বালানি— যা একমাত্র ভেনেজুয়েলার জনগণের।’

    বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘সাম্রাজ্যবাদী পন্থায় ক্ষমতার অপব্যবহারের’ অভিযোগ এনে বলা হয়, ভেনেজুয়েলা সব আন্তর্জাতিক সংস্থায় এ ঘটনাকে ‘গুরুতর আন্তর্জাতিক অপরাধ’ হিসেবে তুলে ধরবে এবং ‘নিজেদের সার্বভৌমত্ব, সম্পদ ও জাতীয় মর্যাদা রক্ষায় দৃঢ় অবস্থান নেবে।’

    এদিকে ভেনেজুয়েলার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন আরও এমন পদক্ষেপ নেয়ার কথা বিবেচনা করছে। একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা সিবিএস নিউজকে জানান, ট্যাংকার আটক করার মিশনটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের একটি যুদ্ধজাহাজ থেকে চালানো হয়েছিল। অভিযানে দুটি হেলিকপ্টার, কোস্ট গার্ডের ১০ সদস্য, মেরিন কর্পসের ১০ সদস্য এবং বিশেষ বাহিনীর সদস্যরা অংশ নেয়।

    সূত্রটি আরও জানায়, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ অভিযানের বিষয়ে অবগত ছিলেন এবং ট্রাম্প প্রশাসন ভবিষ্যতে এমন আরও পদক্ষেপ নেয়ার বিষয়টি বিবেচনা করছে।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…