দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য নির্ধারিত ডিজিটাল লটারি আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। বেলা ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই কেন্দ্রীয় লটারি অনুষ্ঠিত হবে।
গতকাল বুধবার (১০ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এক চিঠির মাধ্যমে এ তথ্য জানায়।
চিঠিতে বলা হয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষের জন্য মহানগরী থেকে জেলা সদর পর্যন্ত সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণির ভর্তি পুরোপুরি ডিজিটাল লটারির মাধ্যমে সম্পন্ন হবে। ফলাফল ডাউনলোডের পর প্রতিষ্ঠান প্রধানদের সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ইমেইলের মাধ্যমে দ্রুত অবহিত করতে হবে।
গত ২১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়ে ৫ ডিসেম্বর বিকেল ৫টায় শেষ হয়। নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদনকারীদের মধ্য থেকে ভর্তির সুযোগ পাবেন আজকের লটারিতে নির্বাচিতরা।
মাউশির তথ্য অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে মোট ৪ হাজার ৪৮টি সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম চলছে। এর মধ্যে সরকারি স্কুল ৬৮৮টি, আর বেসরকারি স্কুল ৩ হাজার ৩৬০টি। সরকারি স্কুলে ১ লাখ ২১ হাজার ৩০টি আসনের বিপরীতে ২৫ নভেম্বর পর্যন্ত আবেদন জমা পড়ে ২ লাখ ৬০ হাজার ২৪৪টি।
আবেদনকারীরা মোট ৩ লাখ ৭৫ হাজার ৭২৮টি পছন্দক্রম দিয়েছেন।
বেসরকারি প্রতিষ্ঠানে লটারির জন্য নির্ধারিত ১০ লাখ ৭২ হাজার ২৫১টি আসনের বিপরীতে আবেদন করেছে ৯৮ হাজার ৭৬২ জন শিক্ষার্থী, যারা পছন্দক্রম দিয়েছে ১ লাখ ৮০ হাজার ৮৬২টি। তবে মাউশি এখনো আবেদনসংখ্যার নতুন কোনো হালনাগাদ তথ্য জানায়নি।
এইচএ