ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দশমিনা উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলামের কাছ থেকে নুরুল হক নুরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন গণঅধিকার পরিষদের গলাচিপা ও দশমিনা উপজেলা কমিটির নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মিজান হাওলাদার, পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সাবেক সদস্য সচিব শাহআলম শিকদার, জেলা যুগ্ম আহ্বায়ক কালাম পঞ্চায়েত, দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক লিয়ার হাওলাদার, সদস্য সচিব মিলন মাতুব্বর, গলাচিপা উপজেলা আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব জাকির হোসেন মুন্সিসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, পটুয়াখালী–৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আসন্ন নির্বাচনে এই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। যুগপৎ আন্দোলনের শরীক দল গণঅধিকার পরিষদের সাথে আসন সমঝোতায় পটুয়াখালী-৩ নুরুল হক নুরকে ছেড়ে দেওয়া হয়েছে।