চট্টগ্রামের ফটিকছড়িতে মন্দিরে পূজা শেষ করে ফেরার সময় ইজিবাইক উল্টে নিলু রানী শীল (৫০) নামে এক পূজার্তীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দু'জন গুরুত্বর আহত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার নারায়নহাট ইউনিয়নের নেপচুন চা বাগানের ৭ নম্বর সেশনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত নিলু রানী শীল দাঁতমারা ইউনিয়নের তারাঁখো দক্ষিণ হিন্দুপাড়ার মিলন শীলের স্ত্রী। আহত মিনু দে (৭৫) আনিমা দে (৩০) একই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ইস্পাহানী গ্রুপের মালিকানাধীন নেপচুন চা বাগানের বৈরাগী আশ্রম মন্দিরে পূজো দিয়ে বাড়ি ফেরার পথে ইজিবাইক উল্টে ঘটনাস্থলে মারা যান নিলু রানী শীল।
এসময় গাড়িতে থাকা বাকি দুইজনকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে আহত মিনু দে কে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যদিকে অনামিকা দে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।
উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মনোজ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরডি