নারায়ণগঞ্জের বন্দর থানায় সংঘটিত এক স্কুলছাত্রী হত্যার চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১-এর সিনিয়র এএসপি গোলাম মোর্শেদ।
গ্রেপ্তারকৃত আসামি ফয়সাল ওরফে বাদশা (৩০)। তিনি মানিক মিয়ার ছেলে।
এর আগে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দর থানার সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে মো. ফয়সাল (৩০) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ২১ ডিসেম্বর বিকেলে নিজ ভাড়াবাসা থেকে খেলতে বের হওয়ার পর আলিফা আর বাড়িতে ফিরে আসেনি। পরদিন ২২ ডিসেম্বর সকালে স্থানীয় দুই ব্যক্তি একটি মেয়ের মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন।
পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলিফার মরদেহ শনাক্ত করেন। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় আলিফার মা পারভিন বেগম বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে র্যাব-১১, নারায়ণগঞ্জ সদর কোম্পানি। তদন্তের একপর্যায়ে ২৩ ডিসেম্বর সন্ধ্যায় বন্দর থানার সোনাকান্দা এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১-এর সিনিয়র এএসপি গোলাম মোর্শেদ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
এনআই