ময়মনসিংহের ত্রিশালে লাইসেন্সবিহীন রেস্তোরাঁ পরিচালনা ও পণ্যের মূল্য তালিকা না থাকায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর শহরের দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনার দায়ে ‘সবুজ ছায়া রেস্তোরাঁ’ ও ‘ফাইভ স্টার ফাস্ট ফুড’ নামক দুটি প্রতিষ্ঠানের মালিককে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন-২০১৪-এর আওতায় মোট ৬,০০০ টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকি করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী আরও একটি দোকানের মালিককে ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অভিযান চলাকালে ত্রিশাল থানার পুলিশ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা আইনগত ও সার্বিক সহায়তা প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, হোটেল-রেস্তোরাঁগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
এনআই