এইমাত্র
  • ভারতের কলকাতা ও ত্রিপুরায় ‘বাংলাদেশবিরোধী’ বিক্ষোভ
  • ৯ ভারতীয়কে পুশ ইন করেছে বিএসএফ
  • শনিবার দেশের সব ব্যাংক খোলা থাকবে
  • লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পথে তারেক রহমান
  • ঢাকায় ‘ককটেল’ বিস্ফোরণে প্রাণ গেল পথচারীর
  • নোয়াখালীতে শীর্ষ সন্ত্রাসী দেলু গ্রেপ্তার
  • চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পূজার্তীর মৃত্যু
  • বড়দিনের বর্ণিল সাজে সজ্জিত ইতালি
  • ইকবালকে বাদ দিয়ে এহসানুল হুদাকে মনোনয়ন, রেলপথ অবরোধ
  • বেনাপোল স্থলবন্দরে কেমিক্যাল শেডের নিরাপত্তা ঝুকি নিয়ে ৭ নির্দেশনা
  • আজ বুধবার, ১০ পৌষ, ১৪৩২ | ২৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    দেওয়ানগঞ্জে বিজিবির অভিযানে কাপড় জব্দ

    খোরশেদ আহম্মেদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম
    খোরশেদ আহম্মেদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম

    দেওয়ানগঞ্জে বিজিবির অভিযানে কাপড় জব্দ

    খোরশেদ আহম্মেদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম

    জামালপুরের দেওয়ানগঞ্জে ভারত সীমান্তবর্তী ঝাউডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ১৪১ মিটার ভারতীয় থান কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

    বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী-ঢাকা সড়কের ঝাউডাঙ্গা এলাকায় অভিযান চালায় বিজিবির ঝাউডাঙ্গা বিওপির সদস্যরা। এ সময় রৌমারী থেকে ঢাকাগামী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ৪৭ রোল, মোট ৫ হাজার ১৪১ মিটার ভারতীয় কাপড় জব্দ করা হয়।

    জব্দকৃত কাপড়গুলো অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। রৌমারীর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ম্যানেজার মো. কুদ্দুস বিশ্বাসের মাধ্যমে কাপড়গুলো এন্ট্রি করা হয়। পরে সেগুলো শেরপুর হয়ে রাজধানী ঢাকায় নেওয়ার পরিকল্পনা ছিল।

    ঝাউডাঙ্গা বিওপির সামনে পৌঁছালে বিজিবির টহল দল পিকআপ ভ্যানটিকে সন্দেহজনক মনে করে থামিয়ে তল্লাশি চালায় এবং অবৈধ পণ্যগুলো জব্দ করে।

    খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম। তাঁর উপস্থিতিতে জব্দকৃত ভারতীয় থান কাপড়গুলো আনুষ্ঠানিকভাবে জব্দ করা হয়।

    সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম বলেন, ‘জব্দকৃত ভারতীয় পণ্যগুলো বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। পরবর্তীতে কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে এসব পণ্যের নিলাম আহ্বান করা হবে।’

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…