জামালপুরের দেওয়ানগঞ্জে ভারত সীমান্তবর্তী ঝাউডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ১৪১ মিটার ভারতীয় থান কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী-ঢাকা সড়কের ঝাউডাঙ্গা এলাকায় অভিযান চালায় বিজিবির ঝাউডাঙ্গা বিওপির সদস্যরা। এ সময় রৌমারী থেকে ঢাকাগামী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ৪৭ রোল, মোট ৫ হাজার ১৪১ মিটার ভারতীয় কাপড় জব্দ করা হয়।
জব্দকৃত কাপড়গুলো অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। রৌমারীর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ম্যানেজার মো. কুদ্দুস বিশ্বাসের মাধ্যমে কাপড়গুলো এন্ট্রি করা হয়। পরে সেগুলো শেরপুর হয়ে রাজধানী ঢাকায় নেওয়ার পরিকল্পনা ছিল।
ঝাউডাঙ্গা বিওপির সামনে পৌঁছালে বিজিবির টহল দল পিকআপ ভ্যানটিকে সন্দেহজনক মনে করে থামিয়ে তল্লাশি চালায় এবং অবৈধ পণ্যগুলো জব্দ করে।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম। তাঁর উপস্থিতিতে জব্দকৃত ভারতীয় থান কাপড়গুলো আনুষ্ঠানিকভাবে জব্দ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম বলেন, ‘জব্দকৃত ভারতীয় পণ্যগুলো বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। পরবর্তীতে কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে এসব পণ্যের নিলাম আহ্বান করা হবে।’
এনআই