গণ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী তীর্থজিৎ রায়(২১) ডেঙ্গু ও জন্ডিসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোররাতে রংপুর শহরের ডক্টরস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জানা যায়, তীর্থজিৎ রায় গণ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর পৈতৃক নিবাস নীলফামারী সদর উপজেলার কলেজ রোড এলাকায়।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক মাস যাবৎ তিনি বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। প্রাথমিকভাবে জন্ডিসে আক্রান্ত হওয়ার কিছুদিন পরে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন এবং তার স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটতে থাকে। চলতি মাসের ১০ তারিখে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন এবং সহপাঠীদের মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছে।
এসএম