এইমাত্র
  • ফরিদপুরে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২
  • নির্বাচন করার টাকা নেই ইউক্রেনের: জেলেনস্কির দপ্তর
  • বিপিএল শুরুর আগে হাদির স্মরণে এক মিনিট নীরবতা
  • গণতন্ত্র নিয়ে মানুষের স্বপ্নের মূল কেন্দ্রে তারেক রহমান: মির্জা ফখরুল
  • হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ
  • জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে বাসা থেকে বের হয়েছেন তারেক রহমান
  • ছাত্রসমাজের অভিভাবকের দায়িত্ব এখন ছাত্রশিবিরের কাঁধে: জামায়াত আমীর
  • জাতীয় স্মৃতিসৌধে ৪ স্তরের নিরাপত্তা জোরদার
  • বিপিএলের উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে সিলেট
  • ‘তিনি আসলেন, দেখলেন, জয় করলেন’
  • আজ শুক্রবার, ১২ পৌষ, ১৪৩২ | ২৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    জীবননগরে ঘন কুয়াশায় নষ্টের পথে ধানের বীজতলা, দুশ্চিন্তায় চাষিরা

    সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম
    সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম

    জীবননগরে ঘন কুয়াশায় নষ্টের পথে ধানের বীজতলা, দুশ্চিন্তায় চাষিরা

    সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম

    পোষ মাসের শুরুতেই চুয়াডাঙ্গার জীবননগরে তীব্র শীত, হিমেল বাতাস ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত কয়েকদিন ধরে এখানে মৃদু শৈত্য প্রবাহ বয়ে চলেছে। ঘন কুয়াশার কারণে দেখা মিলছে না সূর্যের আলো।

    তীব্র কুয়াশায় কৃষি জমির ফসলের ক্ষতির আশঙ্কা করছেন বোরো চাষিরা। বিশেষ করে বোরো ধানের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।

    জীবননগর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে জীবননগর উপজেলায় ৩৮৩ হেক্টর জমিতে বোরো ধানের বীজতলা তৈরি করা হয়েছে। এ বছর জীবননগর উপজেলায় মোট ৭ হাজার ১শ' হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।

    জীবননগর উপজেলার ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, চাষিরা নিচু জমিতে বোরো মৌসুমের জন্য বিভিন্ন জাতের ধান বীজ বপন করেছেন। আর ১০-১২ দিন পরে চাষিরা বীজতলা থেকে চারা সংগ্রহ করে ধানের জমিতে রোপণ করবেন। ঘন কুয়াশায় বীজতলা থেকে চারা বাঁচাতে অনেকেই পলিথিন দিয়ে ঢেকে রেখেছেন।

    ইতোমধ্যেই তীব্র শীত ও ঘন কুয়াশায় অনেক বীজতলার চারা হলুদবর্ণ ধারণ করে শুকিয়ে যাচ্ছে। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।

    জীবননগর উপজেলার উথলী গ্রামের বোরো চাষি আশরাফুল ইসলাম বলেন, গত দশদিন ধরে ঘন কুয়াশা আর তীব্র শীতের কারণে বোরো ধানের বীজতলা ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। যদি এধরনের আবহাওয়া আরও কিছু দিন অব্যাহত থাকে তাহলে ধানের বীজতলা পুরোপুরি নষ্ট হয়ে যাবে।

    গয়েশপুর গ্রামের বোরো চাষি মান্নান মোল্লা বলেন, আর মাত্র ১০ দিন পরে বীজতলা থেকে চারা নিয়ে ধানের জমিতে লাগানো হবে। কিন্তু ঘন কুয়াশার কারণে চারার আগাগুলো হলুদবর্ণ হয়ে যাচ্ছে। প্রতিদিন সকালে লম্বা লাঠি দিয়ে চারার ওপর নাড়া দিয়ে শিশিরগুলো ফেলে দিই।

    তারপরেও এমন ঘন কুয়াশা আর কিছুদিন থাকলে চারাগুলো শুকিয়ে যেতে পারে। জীবননগর উপজেলার অনেক চাষি এখন বোরো ধানের বীজতলা নিয়ে দুশ্চিন্তায় আছেন।

    জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, তীব্র শীত ও কুয়াশার কারণে বোরো ধানের বীজতলা ক্ষতির সম্ভাবনা থাকে। অনেক চারা হলুদবর্ণ হয়ে যায়। ছত্রাক আক্রমণ করে চারা শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চাষিদের পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

    সকালে বীজতলার ঠান্ডা পানি পরিবর্তন করে দিতে বলা হয়েছে। তাছাড়া লম্বা লাঠি দিয়ে চারার ওপর জমে থাকা শিশিরগুলো ফেলে দিতে বলা হয়েছে। তীব্র কুয়াশা থেকে বীজতলা রক্ষার জন্য চাষিদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে কনকনে শীত আর ঘন কুয়াশা আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…