পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পারিবারিক সমস্যা ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. বাদল আকন্দ দল থেকে পদত্যাগ করেছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ভাঙ্গুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। বাদল আকন্দ ভাঙ্গুড়া পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও উত্তর মেন্দা এলাকার মৃত. আমজাদ হোসেনের ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আওয়ামী লীগ নেতা বাদল আকন্দ বলেন, পারিবারিক ও শারীরিক অসুস্থতার কারণে আওয়ামী লীগের সদস্যপদ ও পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদ থেকে পদত্যাগ করলাম। আমি একজন ভাঙ্গুড়া বাজারের থাই ও গ্লাস ব্যবসায়ী, আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান উপজেলা আওয়ামী লীগের অফিসের সাথে হওয়ায় আমি দলীয়ভাবে আওয়ামী লীগের সভাপতি পদে থেকে ব্যবসার পাশাপাশি দলীও কর্মকাণ্ডে যুক্ত ছিলাম। বর্তমানে আমার শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণে দলীয় দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হচ্ছে না। বিধায় আমি দলীয় সকল পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, আমি আওয়ামী লীগ করতে চাই না এবং শারীরিকভাবে সুস্থ হলে ভবিষ্যতেও কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে চাই না। আমাকে আপনারা ভুল বুঝবেন না। আমি পরিষ্কার মনোভাব নিয়েই এই পদত্যাগ করছি। আমাদের দুনিয়াটা তো ক্ষনিকের এবং পরীক্ষাস্বরূপ। এই দুনিয়াতে যদি আমল করে যেতে পারি সেটাই হলো সবচেয়ে মুল্যবান জিনিস। বাকি জীবনটা যেন ইবাদত বন্দেগিতে কাটাতে পারেন তার জন্য এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
পিএম