গাজীপুরের শ্রীপুরে হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা অবদার মোড় এলাকায় প্রায় এক ঘণ্টা ধরে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
এ সময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। ফলে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
অবরোধ চলাকালে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কাইফাত মোড়ল ও মাজাহরুল ইসলাম। বক্তারা বলেন, হাদি হত্যাকাণ্ড একটি নির্মম ও নৃশংস ঘটনা। অবিলম্বে এই হত্যার সুষ্ঠু তদন্ত করে জড়িত সকল দোষীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশ শেষে হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে শান্তিপূর্ণভাবে অবরোধ প্রত্যাহার করা হলে মহাসড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে।
এসআর