ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ছাত্র-জনতা। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে তারা। এতে সড়কের দুপাশে বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল।
আন্দোলনে অংশ নেওয়া জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নীরব রায়হান জানান, ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ডাকা বিভাগীয় কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে আমরা নারায়ণগঞ্জবাসী মাঠে নেমেছি। হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।
এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক বলেন, ‘জনদুর্ভোগ এড়াতে অবরোধকারীদের সঙ্গে কথা বলে তাদের বুঝিয়েছি। পরে তারা বিষয়টি বুঝতে পেরে বিকেল সাড়ে চারটায় অবরোধ প্রত্যাহার করে নেয়। এতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।’
এসএম