বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের ৫ম ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম রয়্যালস ও রংপুর রাইডার্স। নিজেদের প্রথম ম্যাচে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন রংপুরের বোলাররা। নাঈম শেখের ভালো শুরুর পরও চট্টগ্রাম থেমেছে অল্প রানে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস ভাগ্য এসেছিল রংপুরের পক্ষে। রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।
চট্টগ্রাম এদিন দলে সংযোজন করে আরও এক বিদেশিকে- ইংল্যান্ডের অ্যাডাম রসিংটন। তবে প্রথম ওভারেই তিনি সাজঘরে ফেরেন মাত্র ১ রান করে। এরপর মির্জা বেগকে নিয়ে হাল ধরেন ১ কোটি ১০ লাখ টাকা পারিশ্রমিকের নাঈম শেখ।
তবে পাওয়ারপ্লের আগেই ফিরতে হয় নাঈমকে, তাতে খেই হারিয়ে ফেলে দল। ২০ বলে সাতটি চার ও একটি ছক্কায় ৩৯ রান করেন নাঈম, স্ট্রাইক রেট ছিল দুইশর কাছাকাছি। আগের ম্যাচের জয়ের নায়ক মির্জা বেগ ২৪ বলে ২০ রান করে সাজঘরে ফেরেন, তার আগে মাহমুদুল হাসান জয়, মাহফিজুল ইসলাম, মাসুদ গুরবাজ, অধিনায়ক শেখ মেহেদীরা সাজঘরে ফিরছিলেন মিছিলের মতো।
শেষপর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। ১৭.৫ ওভারে অলআউট হয় ১০২ রানে। ফাহিম আশরাফ একাই শিকার করেন ৫ উইকেট। এছাড়া রংপুরের পক্ষে মুস্তাফিজুর রহমান দুটি এবং নাহিদ রানা, আলিস ইসলাম ও সুফিয়ান মুকিম একটি করে উইকেট শিকার করেন।
আরডি