ভোলার মনপুরায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও মৎস্যলীগের ৩ নেতাকে আটক করেছে মনপুরা থানা পুলিশ।
রোববার (২৮ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের পৃথক স্থান থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে সোমবার দুপুরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটককৃতরা হলেন, উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি রহমান মাঝি, ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহে আলম ও ৭ নং ওয়ার্ড মৎস্যলীগের সভাপতি খোকন মাঝি।
পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্ট ফেইজ ২ এর আওতায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুবলীগ ও মৎস্যলীগের ৩ নেতাকে আটক করা হয়েছে। তারা নাশকতার উদ্দেশ্যে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ আরও জানায়, গেল বছরের ৫ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় মনপুরায় পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। সেই সময় অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০জনকে আসামি করে একটি মামলা করে পুলিশ। গ্রেফতারকৃত ওই ৩ নেতাকে পুলিশের ওপর হামলার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন জানান, অপারেশন ডেবিল হান্ট ফেইজ-২ এর আওতায় বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ ও মৎস্যলীগের তিন নেতাকে আটক করা হয়েছে। পরে পুলিশের উপর হামলার মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসআর