এইমাত্র
  • জোটগত সমঝোতায় বৃহত্তর চট্টগ্রামে মনোনয়ন পেলেন এনসিপির দুই শীর্ষ নেতা
  • আবারও রিশাদের জোড়া উইকেট, হেসে-খেলে জিতল হোবার্ট
  • টস হেরে ব্যাটিংয়ে নোয়াখালী এক্সপ্রেস
  • নির্বাচনে ৩৫ হাজার বিজিবি মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • লোহাগাড়ায় এলডিপি নেতার পদত্যাগ
  • পাবনায় বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ
  • ‘কিংবদন্তি’ পেলের মৃত্যুবার্ষিকী আজ
  • সোনারগাঁয়ে পাঁচদিনব্যাপী জয়নুল জন্মোৎসব শুরু
  • দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান
  • আজ সোমবার, ১৫ পৌষ, ১৪৩২ | ২৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ভিপি নুরের বিপরীতে মনোনয়ন জমা দিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুন

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ পিএম
    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ পিএম

    ভিপি নুরের বিপরীতে মনোনয়ন জমা দিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুন

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ পিএম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সর্বপ্রথম মনোনয়ন জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।

    সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এই আসনে নুরুল হক নুরকে কেন্দ্রীয় বিএনপি সমঝোতা করে দলীয় প্রার্থী ঘোষণা করেনি। ফলে নুরের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন বিএনপি নেতা হাসান মামুন।

    এসময় উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা বিএনপির সভাপতি আবদুল আলীম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি ওহাব চৌধুরী, রুহুল আমিন মোল্লা, সাধারণ সম্পাদক শাহ্ আলম শানু, যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল, গলাচিপা উপজেলা বিএনপির সহ সভাপতি এ্যাড. হাবিবুর রহমান হিরু, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহীনসহ বিএনপি ও সহযোগি অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।

    মনোনয়নপত্র জমা দেওয়ার পর হাসান মামুন বলেন, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের দাবির মুখে এবং তাদের দীর্ঘ ১৭ বছরের শ্রম, ঘাম ও ত্যাগের যথাযথ মূল্যায়নের লক্ষ্যে আমি তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমার দৃঢ় বিশ্বাস বিএনপি সাধারণ মানুষের পাশে থাকা তৃণমূলের নেতাকর্মীদের ত্যাগ ও পরিশ্রমকে মূল্যায়ন করার চেষ্টা করবে। নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্যেই আমি মনোনয়ন ফরম জমা দিয়েছি এবং দল যে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করবে, তা মেনে নিয়েই আমি নির্বাচন করবো।

    হাসান মামুন বলেন, বর্তমানে ছোট ছোট কিছু রাজনৈতিক দল নিজেদের অস্তিত্ব ও সততা বিসর্জন দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত হচ্ছে, যা আমি অনৈতিক মনে করি এবং এর বিপক্ষে আমি।

    তিনি আরও বলেন, দীর্ঘ সতেরো বছর ধরে আমি মানুষের পাশে আছি। আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের সঙ্গে রাজপথে থেকেছি। আগামীতেও মানুষের দুঃখ-কষ্ট ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে জনগণের দুয়ারে দুয়ারে যাব। আমাদের দৃঢ় বিশ্বাস, সাধারণ মানুষ আমাদের গ্রহণ করবে এবং তাদের সমর্থনের মাধ্যমেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা বিজয় অর্জন করবো।

    উল্লেখ্য, কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী আসনটি গণঅধিকার পরিষদের নুরুল হক নুরের সাথে সমঝোতা করে প্রার্থী দেয়নি দল। তবে সেই সিদ্ধান্ত মানতে নারাজ তৃণমূল বিএনপি একটি অংশ। যারা দীর্ঘদিন ধরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাসান মামুনের নেতৃত্বে রাজনীতি করেছেন। তারা সিদ্ধান্ত নিয়েছে দলীয় প্রতীকে প্রার্থী না পেলেও হাসান মামুনকে নিয়ে নুরুল হক নুরের বিপরীতে স্বতন্ত্র নির্বাচন করবেন। অন্যদিকে এই আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…