চট্টগ্রামের লোহাগাড়ায় ফেইসবুক স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করেছেন মোঃ শাহ আলম নামের এক এলডিপি নেতা। তিনি উপজেলা এলডিপির সহযোগী সংগঠন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মোঃ শাহ আলম এক স্ট্যাটাসে লিখেছেন, লোহাগাড়া উপজেলা এলডিপির সহযোগী সংগঠন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল এর সভাপতি পদ থেকে স্ব-ইচ্ছায় স্ব-জ্ঞানে প্রাথমিক সদস্য পদ থেকেও অব্যাহতি দিলাম।
স্ট্যাটাসে তার পদত্যাগের কারণ উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে এলডিপি ৮ দলীয় জোটে যোগদান করায় শাহ আলম পদত্যাগ করেছেন।
পদত্যাগের বিষয়ে নিশ্চিত করে মোঃ শাহ আলম বলেন, ‘১৯৯৩ সাল থেকে ২০০৬ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। ২০০৬ সাল থেকে এলডিপির সঙ্গে সম্পৃক্ত হয়ে এলডিপির রাজনীতির সঙ্গে ছিলাম। দলের কর্মকান্ডের প্রতি ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে আমি স্ব-ইচ্ছায় স্ব-জ্ঞানে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি নিয়েছি।’
ইখা