বরিশাল জেলার গৌরনদী উপজেলায় চলতি শীত মৌসুমে গরিব ও দুঃস্থদের মধ্যে বিতরণের জন্য কম্বল ক্রয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে একটি পিকআপ ভ্যান থেকে ৩০০ পিস কম্বল নামাতে দেখা যায়। পরে খোঁজ নিয়ে জানা যায়, প্রতিটি কম্বল ১ হাজার ৫০০ টাকা দরে ক্রয় করা হয়েছে। অথচ একই ধরনের কম্বল খোলা বাজারে মাত্র ২০০ থেকে ৩০০ টাকায় পাওয়া যাচ্ছে।
জানায়, ৩০০ পিস কম্বল কিনতে মোট ব্যয় দেখানো হয়েছে ৪ লাখ ৫০ হাজার টাকা। এ বিষয়ে উপজেলা পরিষদে সেবা নিতে আসা নুরুল কবির বলেন, ‘এই মানের কম্বল সর্বোচ্চ ৯০ হাজার টাকায় কেনা সম্ভব।’
এ সংক্রান্ত অনিয়মের তথ্য অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কণ্ঠস্বর’-এর অনুসন্ধানে উঠে আসে। বরাদ্দপ্রাপ্ত এসব কম্বল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে বিভিন্ন সময় দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, বাজারমূল্যে ২০০ থেকে ৩০০ টাকার কম্বল ১ হাজার ৫০০ টাকায় দেখিয়ে ক্রয় করে সরকারি অর্থ আত্মসাতের চেষ্টা করা হয়েছে। তারা এই অনিয়মের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে গৌরনদী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খোকন চন্দ্র দাস বলেন, ‘২০০-৩০০ টাকার কম্বল কেন ১ হাজার ৫০০ টাকায় ক্রয় করা হয়েছে, সে বিষয়ে আমি অবগত নই। এ বিষয়ে আমাদের স্যারই ভালো বলতে পারবেন।’
এসএম