আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন দাখিলের শেষ দিনে দিনাজপুর-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ডা. এজেডএম জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিরামপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলার কাছে ডা. জাহিদ হোসেনের মনোনয়নপত্র জমা দেন তাঁর সহধর্মিণী ডা. শরিফা করিম স্বর্ণা।
ডা. এজেডএম জাহিদ হোসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে পরিচিত। মনোনয়ন জমা দেওয়ার সময় বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তাঁদের বক্তব্যে বলা হয়, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে দিনাজপুর-৬ আসনে বিএনপি বিপুল ভোটে বিজয় অর্জন করবে।
মনোনয়নপত্র জমার মধ্য দিয়ে এলাকায় নির্বাচনী তৎপরতা আরও জোরদার হবে বলে জানান স্থানীয় বিএনপি নেতারা।
এনআই