এইমাত্র
  • দিল্লিতে দাঁড়িয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর মুখের ওপর জবাব দিয়েছিলেন খালেদা জিয়া
  • ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত
  • সিলিন্ডারে গ্যাসের বদলে পানি!
  • এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন আরিফ সোহেল
  • রুমিন ফারহানাসহ ৯ নেতাকে বিএনপির সব পদ থেকে বহিষ্কার
  • প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, জানা গেল সম্ভাব্য তারিখ
  • খালেদা জিয়ার জানাজা পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধ রাখার অনুরোধ
  • খালেদা জিয়ার জানাজা উপলক্ষ্যে চলবে অতিরিক্ত মেট্রোট্রেন
  • বর্ষসেরা একাদশে নেই আর্জেন্টিনা-ব্রাজিলের কেউ
  • খালেদা জিয়ার দাফন হবে রাষ্ট্রীয় মর্যাদায়, জানাজায় নেওয়া যাবে না ব্যাগ
  • আজ মঙ্গলবার, ১৬ পৌষ, ১৪৩২ | ৩০ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    বর্ষসেরা একাদশে নেই আর্জেন্টিনা-ব্রাজিলের কেউ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ পিএম

    বর্ষসেরা একাদশে নেই আর্জেন্টিনা-ব্রাজিলের কেউ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ পিএম

    বিশ্ব ফুটবলের বর্ষসেরা একাদশ মানেই ব্রাজিল ও আর্জেন্টিনার কোনো না কোনো তারকার উপস্থিতি। সাম্প্রতিক বছরগুলোর পরিসংখ্যান দেখলে আপাত দৃষ্টিতে সেটিই মনে হয়!

    তবে ২০২৫ সালে এসে সেই চিরচেনা চিত্রে পরিবর্তন দেখা গেছে। বছর প্রকাশিত বর্ষসেরা একাদশে জায়গা হয়নি ফুটবলের দুই পরাশক্তি দেশের কোনো খেলোয়াড়েরই।

    ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস) তাদের ঘোষিত ২০২৫ সালের বিশ্ব একাদশ প্রকাশ করেছে।

    তালিকায় আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের কোনো নাম না থাকায় হতাশ দেশ দুটির সমর্থকেরা। বিশেষ করে আর্জেন্টিনার জন্য এটি বড় ধাক্কা, কারণ টানা আট বছর ধরে বর্ষসেরা একাদশে দেশটির অন্তত একজন খেলোয়াড় ছিলেন। তবে এবার জায়গা হয়নি আলবেসেলেস্তেদের কেউই।

    এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে আর্জেন্টিনার ক্রীড়া মহলও। দেশটির জনপ্রিয় ক্রীড়া সাময়িকী এল গ্রাফিকো শিরোনামে লিখেছে, ‘তারা আর্জেন্টিনার কথা ভুলে গেছে।’

    আইএফএফএইচএসের এবারের একাদশে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে ফরাসি ক্লাব পিএসজি’র খেলোয়াড়রা। নির্বাচিত ১১ জনের মধ্যে ছয়জনই কোনো না কোনোভাবে এই ক্লাবের সঙ্গে যুক্ত। গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা বর্তমানে ম্যানচেস্টার সিটির খেলোয়াড় হলেও মৌসুমের বড় অংশ খেলেছেন পিএসজির হয়ে। ফলে তাঁকে দুই ক্লাবের হিসাবেই ধরা হচ্ছে।

    ২০২৪–২৫ মৌসুমে ট্রেবল জেতা পিএসজির পাঁচ খেলোয়াড়ের মধ্যে তিনজনই রক্ষণভাগের। আশরাফ হাকিমি, উইলিয়াম পাচো ও নুনো মেন্ডেজ। মাঝমাঠে জায়গা পেয়েছেন পিএসজির ভিতিনিয়ার সঙ্গে বার্সেলোনার দুই তরুণ তারকা পেদ্রি ও লামিনে ইয়ামাল।

    আক্রমণভাগে দেখা যাচ্ছে ইউরোপের চারটি ভিন্ন ক্লাবের চারজন বড় তারকাকে। তাঁরা হলেন, রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে, ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড, বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন এবং পিএসজির উসমান দেম্বেলে।

    ক্লাবভিত্তিক হিসাবে দোন্নারুম্মাকে ম্যানচেস্টার সিটির খেলোয়াড় হিসেবে ধরলে ইংলিশ ক্লাবটি থেকে দুজন ফুটবলার জায়গা পেয়েছেন। বার্সেলোনা থেকেও দুজন, আর রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ থেকে একজন করে খেলোয়াড় রয়েছেন এই একাদশে।

    দেশভিত্তিক প্রতিনিধিত্বের হিসেব করলে এই তালিকায় জায়গা হয়েছে ইতালি, মরক্কো, ইকুয়েডর, পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও নরওয়ে। এর মধ্যে ফ্রান্স, স্পেন ও পর্তুগাল থেকে দুজন করে খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

    এর আগে ২০২৩ ও ২০২৪ সালে আইএফএফএইচএসের বর্ষসেরা একাদশে ব্রাজিলের একজন করে খেলোয়াড় ছিলেন। তবে ২০২০, ২০২১ ও ২০২২ সালে দেশটির কোনো ফুটবলার জায়গা পাননি। ২০১৭ সালে তিনজন এবং ২০১৮ ও ২০১৯ সালে একজন করে ব্রাজিলিয়ান খেলোয়াড় ছিলেন এই তালিকায়।

    আইএফএফএইচএস ২০১৭ সাল থেকে বর্ষসেরা একাদশ প্রকাশ শুরু করে। প্রথম আট বছরে প্রতিবারই আর্জেন্টিনার অন্তত একজন খেলোয়াড় এই তালিকায় ছিলেন। ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত লিওনেল মেসিই একাই দেশটির প্রতিনিধিত্ব করেন। গত বছর মেসি না থাকলেও গোলরক্ষক হিসেবে ছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। তবে ২০২৫ সালে এসে সেই ধারাবাহিকতায় পুরোপুরি ছেদ পড়েছে।

    আইএফএফএইচএস ২০২৫ সালের বর্ষসেরা একাদশ

    গোলরক্ষক: জিয়ানলুইজি দোন্নারুম্মা (ম্যানচেস্টার সিটি)

    ডিফেন্ডার: নুনো মেন্ডেজ, উইলিয়াম পাচো, আশরাফ হাকিমি (পিএসজি)

    মিডফিল্ডার: ভিতিনিয়া (পিএসজি), পেদ্রি, লামিনে ইয়ামাল (বার্সেলোনা)

    ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ), আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), উসমান দেম্বেলে (পিএসজি)।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…