এইমাত্র
  • যে রুটে জানাজাস্থলে নেওয়া হবে খালেদা জিয়ার মরদেহ
  • জেন্ডার সংবেদনশীল জলবায়ু অবকাঠামো গঠনে এলজিইডির প্রশিক্ষণ
  • কানাডার নৌবাহিনীকে সন্ত্রাসী সংগঠনের ঘোষণা দিলো ইরান
  • দিল্লিতে দাঁড়িয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর মুখের ওপর জবাব দিয়েছিলেন খালেদা জিয়া
  • ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত
  • সিলিন্ডারে গ্যাসের বদলে পানি!
  • এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন আরিফ সোহেল
  • রুমিন ফারহানাসহ ৯ নেতাকে বিএনপির সব পদ থেকে বহিষ্কার
  • প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, জানা গেল সম্ভাব্য তারিখ
  • খালেদা জিয়ার জানাজা পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধ রাখার অনুরোধ
  • আজ মঙ্গলবার, ১৬ পৌষ, ১৪৩২ | ৩০ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ইটনায় আগুন নেভাতে গিয়ে দগ্ধ হওয়া কিশোরের মৃত্যু

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ পিএম

    ইটনায় আগুন নেভাতে গিয়ে দগ্ধ হওয়া কিশোরের মৃত্যু

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ পিএম

    কিশোরগঞ্জের ইটনার জয়সিদ্ধি বাজারে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হওয়া অয়ন (১০) নামে স্থানীয় এক কিশোরের মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে নিহত অয়নের দুলা ভাই ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ সাইফুল ইসলাম অয়নের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার ভোরে ঢাকার বার্ণ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। নিহত অয়ন জয়সিদ্ধি গ্রামের আলমগীর এর ছেলে। তাকে ঢাকার বার্ণ ইনস্টিটিউটে রেফার্ড করা হয়েছে।

    জানা যায়, গত রবিবার (২৮ ডিসেম্বর) রাতে ইটনা উপজেলার জয়সিদ্ধি বাজারে হাসান মিয়া নামে এক ব্যবসায়ির সারের দোকানে আগুন লাগে। মূহুর্তের মধ্যে আগুন পাশের দুটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ইটনা ফায়ার সার্ভিস ইউনিটের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এ দিকে আগুন নিভাতে গিয়ে গুরুতর দগ্ধ হয় কিশোর অয়ন। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে যায়। পরে স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে সেখান থেকে তাকে ঢাকার বার্ণ ইনস্টিটিউটে রেফার্ড করা হয়। আজ মঙ্গলবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

    ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানান, আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় অয়নের মৃত্যু হয়েছে। এদিকে তার মৃত্যুতে পরিবারসহ পুরো উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে। একনজর দেখার জন্য তাদের বাড়িতে ভিড় করেন হাজারো মানুষ। তবে তার মরদেহ এখনো আসেনি। রাত ৮টার দিকে বাড়িতে তার মরদেহ নিয়ে আসা হবে বলে জানাান তিনি।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…