বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকের আবহ বিরাজ করছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলার কেরানীহাটে তাঁর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।
এ তথ্য নিশ্চিত করেছেন যুবদলের নেতা মোহাম্মদ সোলাইমান বাবুল। তিনি জানান, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে কেরানীহাট এলাকায় গায়েবানা জানাজা আদায়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।
একই সময়ে রাজধানী ঢাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মূল জানাজা অনুষ্ঠিত হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।
জানাজা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের সমাধির পাশে বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে বলে জানানো হয়।
এই সিদ্ধান্তগুলো জানানো হয় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরের পর সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
এনআই