এইমাত্র
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফগানিস্তানের শক্তিশালী দল ঘোষণা
  • খালেদা জিয়া বলতেন বিদেশে বন্ধু আছে, প্রভু নেই: নজরুল ইসলাম খান
  • ভিসার বিশেষ অ্যাপয়েন্টমেন্টের অনুরোধ না করার আহ্বান জার্মান দূতাবাসের
  • খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে তিন বাহিনী প্রধান
  • একইদিনে খালেদা জিয়ার মৃত্যু এবং নিজের বহিষ্কারকে ‘সংকেতপূর্ণ মনে করেন রুমিন ফারহানা
  • হলফনামায় নিজের আর্থিক অবস্থার বিবরণ দিয়েছেন সারজিস
  • প্রাপ্তি-অপ্রাপ্তির ২০২৫-কে বিদায় জানিয়ে নতুন ভোরের অপেক্ষায় বিশ্ব
  • কানায় কানায় পূর্ণ খালেদা জিয়ার জানাজাস্থল
  • রাজনীতির বাইরে ক্রীড়াঙ্গনের খালেদা জিয়া
  • কারওয়ানবাজার-আগারগাঁও থেকে যান চলাচল বন্ধ
  • আজ বুধবার, ১৭ পৌষ, ১৪৩২ | ৩১ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ভোলায় অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা, গাড়ি ছিনতাই 

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০২:২৫ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০২:২৫ পিএম

    ভোলায় অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা, গাড়ি ছিনতাই 

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০২:২৫ পিএম

    ভোলার লালমোহনে আবু বক্কর সিদ্দিক (৫০) নামের এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

    মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের কচুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত আবু বক্কর সিদ্দিক ভোলার চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত ওসমান গনির ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে জীবিকার সন্ধানে বের হন সিদ্দিক। এরপর রাতে লালমোহনের কচুয়াখালী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, যাত্রী সেজে দুর্বৃত্তরা তার অটোরিকশা ভাড়া করে লালমোহন নিয়ে যায়। সেখানে নির্জন এলাকায় নিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার পর লাশ ঘটনাস্থলে ফেলে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

    তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

    পরিবার জানায়, প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে জীবিকার সন্ধানে বের হন সিদ্দিক। সারাদিন গাড়ি চালানোর পর রাতে বাড়ি ফিরেন। কিন্তু গতকাল তার বাড়ি ফিরতে দেরী হলে পরিবার খোঁজ করলে মৃত্যুর সংবাদ শুনতে পান। পরিবারের একমাত্র উর্পাজনকারী ব্যাক্তিকে হারিয়ে আজ তারা বাকরুদ্ধ।

    এছাড়াও তার মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ।

    লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের একাধিক স্থানে ধাড়ালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনা তদন্তে ও অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…