ট্রাম্পের শুল্ক-নীতিতে বিশ্ববাজারের তোলপাড়, গাজায় এক পশলা শান্তির মতো ভঙ্গুর যুদ্ধবিরতি আর ইউক্রেন যুদ্ধের অমীমাংসিত হাহাকার। এমনই সব তপ্ত স্মৃতি বুকে নিয়ে বুধবার ২০২৫ সালকে বিদায় জানাচ্ছে বিশ্ব। ক্যালেন্ডারের পাতা উল্টে প্রাপ্তি-অপ্রাপ্তির বারোটি মাস পেরিয়ে মানুষ এখন পা রাখছে ২০২৬-এর নতুন ভোরে।
সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
বিদায়ী বছরটি ইতিহাসের অন্যতম উষ্ণ বছর হিসেবে নিজের নাম লিখিয়ে নিয়েছে। সেই তপ্ত নিঃশ্বাসে ইউরোপ পুড়েছে দাবানলে, আফ্রিকা শুকিয়েছে খরায়, আর দক্ষিণ-পূর্ব এশিয়া ভিজেছে সর্বনাশা বৃষ্টিতে।
বিশ্বের ‘বর্ষবরণ রাজধানী’ হিসেবে খ্যাত অস্ট্রেলিয়ার সিডনিতে এবারের উৎসবের রং কিছুটা ম্লান। মাত্র দুই সপ্তাহ আগে বন্ডাই বিচে এক ইহুদি উৎসবে বন্দুকধারীর হামলায় ১৫ জন প্রাণ হারান, যা গত তিন দশকে দেশটির ইতিহাসে অন্যতম রক্তক্ষয়ী ঘটনা। প্রিয়জন হারানো সেই শোককে সঙ্গী করেই স্থানীয় সময় রাত ১১টায় (জিএমটি ১২টা) এক মিনিটের নীরবতায় স্তব্ধ হবে সিডনি। হারবার ব্রিজে জ্বলবে শান্তির সাদা আলো।
স্থানীয় বাসিন্দা স্টিফ গ্রান্টের ভাষায়, ‘অনেক মানুষের জন্যই এটি ছিল এক কঠিন বছর। আশা করি, ২০২৬ সালে পৃথিবীটা একটু বেশি উজ্জ্বল হবে।’
সিডনির রঙিন আতশবাজি থেকে শুরু করে নিউ ইয়র্কের আলোকছটা কিংবা স্কটল্যান্ডের কনকনে ঠান্ডায় ‘হগমানি’ উৎসব, সবখানেই এখন বিদায়ের সুর। ব্রাজিলের কোপাকাবানা সৈকতে প্রায় ২০ লাখ মানুষের পদভারে মুখরিত হবে বিশ্বের বৃহত্তম নিউ ইয়ার পার্টি।
শুল্কের দাপট ও যুদ্ধবিরতির দোলাচল:
২০২৫ সালের শুরুতেই ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরেই শুরু করেন শুল্কের জোরালো আঘাত। প্রশান্ত
মহাসাগরের দ্বীপ থেকে সাংহাইয়ের কারখানা, বিশ্বের কোনো প্রান্তই সেই অর্থনৈতিক ঝাপটা থেকে রেহাই পায়নি। মেক্সিকো সিটি থেকে বুয়েনস আইরেস পর্যন্ত সাধারণ ব্যবসায়ীদের কপালে এখন চিন্তার ভাঁজ।
অক্টোবরে মার্কিন চাপে গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে একটি ক্ষণস্থায়ী যুদ্ধবিরতি হলেও অভিযোগ আর পাল্টা অভিযোগে সেই শান্তি ছিল সুতোর ওপর ঝুলে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরাইলি অভিযানে গাজায় নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে, যা জাতিসংঘও সমর্থন করেছে।
অন্যদিকে, ইউক্রেন যুদ্ধ চার বছরে পা দেওয়ার ক্ষণেও কোনো সুরাহা মেলেনি। বছরের শেষ দিনগুলোতেও কোনো সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে ক্রেমলিন।
পপ সংস্কৃতি থেকে পোপ নির্বাচন:
বিদায়ী বছরে বিশ্ব মেতেছিল ‘লাব্বুু’ পুতুলের উন্মাদনায়। প্যারিসের লুভর মিউজিয়ামে ঘটেছিল এক দুঃসাহসিক চুরির নাটক।
এরপর ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফিরেছে কে-পপ ব্যান্ড ‘বিটিএস’। এদিকে এ বছরই বিশ্ব বিদায় জানিয়েছে কিংবদন্তি জেন গুডালকে। ভ্যাটিকান সিটি বেছে নিয়েছে তাদের নতুন পোপ। আর ডানপন্থী কর্মী চার্লি কার্কের হত্যাকাণ্ড যেন আমেরিকার ভেতরের বিভাজনকে আরও নগ্ন করে দেখিয়েছে।
২০২৬-এর দিগন্ত: মহাকাশ, অলিম্পিক ও এআই:
নতুন বছরটি হতে যাচ্ছে সম্ভাবনা আর কৌতুহলের। প্রায় অর্ধশতাব্দী পর ‘আর্টেমিস-২’ মিশনের মাধ্যমে মানুষ আবারও চাঁদের আঙিনায় ফেরার স্বপ্ন দেখছে, যার নেপথ্যে রয়েছেন ইলন মাস্ক। অন্যদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ প্রযুক্তি কি শুধুই একটি বিনিয়োগের বুদবুদ? এমন প্রশ্ন এখন ভাবিয়ে তুলছে বিনিয়োগকারীদের।
ক্রীড়াপ্রেমীদের জন্য ইতালির ডলোমাইটসে বসবে শীতকালীন অলিম্পিকের আসর। আর জুনের উত্তপ্ত দিনে শুরু হবে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ। প্রথমবারের মতো ৪৮টি দেশ নিয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার সবুজ গালিচায় গড়াবে ফুটবলের এই মহাযজ্ঞ।
সব মিলিয়ে বিদায়ী বছরের ক্লান্তি মুছে ফেলে এক নতুন সম্ভাবনার পৃথিবীতে পা রাখছে মানবজাতি।
ইখা