এইমাত্র
  • খালেদার বাসভবনে পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের পাশে সমাহিত বেগম খালেদা জিয়া
  • ‘এই জানাজায় জনসমুদ্র শব্দটিও যেন বিশালতার কাছে হার মেনেছে’
  • চার গোল হজম করে মেজাজ হারালেন মার্টিনেজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফগানিস্তানের শক্তিশালী দল ঘোষণা
  • খালেদা জিয়া বলতেন বিদেশে বন্ধু আছে, প্রভু নেই: নজরুল ইসলাম খান
  • ভিসার বিশেষ অ্যাপয়েন্টমেন্টের অনুরোধ না করার আহ্বান জার্মান দূতাবাসের
  • খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে তিন বাহিনী প্রধান
  • একইদিনে খালেদা জিয়ার মৃত্যু এবং নিজের বহিষ্কারকে ‘সংকেতপূর্ণ মনে করেন রুমিন ফারহানা
  • হলফনামায় নিজের আর্থিক অবস্থার বিবরণ দিয়েছেন সারজিস
  • আজ বুধবার, ১৭ পৌষ, ১৪৩২ | ৩১ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    অবশেষে সূর্যের দেখা পেল সিরাজগঞ্জ বাসী

    মো. মিলন শেখ, সিরাজগঞ্জ (উত্তর) প্রতিনিধি প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:০৮ পিএম
    মো. মিলন শেখ, সিরাজগঞ্জ (উত্তর) প্রতিনিধি প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:০৮ পিএম

    অবশেষে সূর্যের দেখা পেল সিরাজগঞ্জ বাসী

    মো. মিলন শেখ, সিরাজগঞ্জ (উত্তর) প্রতিনিধি প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:০৮ পিএম

    কয়েক দিন ধরে কুয়াশা ও শীতে জনজীবন বিপর্যস্ত থাকার পর আজ মানুষজন স্বাভাবিক দিনের মতো রোদে সকালের শুরু করছে। বাড়ির গৃহিণীরা কাপড় চোপড় ধুয়ে রোদে শুকাচ্ছেন, আর বৃদ্ধরা রোদে বসে গল্প করছেন। স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ দেখা গেছে।

    বুধবার (৩১ ডিসেম্বর) ভোর থেকেই সূর্যের দেখা মিলেছে সিরাজগঞ্জে।

    তাড়াশ পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন পরে আজ সূর্যের দেখা মিলেছে। আজ সকাল ৯টায় ১১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছে।

    বেশ কিছু এলাকা ঘুরে দেখা যায় বাড়ির উঠান, বাড়ির বারান্দা কিংবা ভিটাজুড়ে মানুষজন যাবতীয় কাপড় চোপড় নেড়ে দিয়েছেন৷ গৃহিণী সুখী খাতুন বলেন, সকালে উঠেই দেখি রোদ। তাই যেসব কাপড় চোপড় ব্যবহার করা হয়েছিল, সেসব ধুয়ে রোদে শুকাতে দেওয়া হয়েছে।

    স্থানী নাজমুল হোসেন বলেন, অনেকদিন পরেই রোদের দেখা পেলাম৷ সবাই রোদে বসে আড্ডা দিচ্ছি৷

    সিরাজগঞ্জে চলতি মৌসুমে তাপমাত্রার অবস্থা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় ১২.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল, যা তখন চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল। সেই থেকে প্রতিদিনই তাপমাত্রা নিম্নমুখী ছিল।

    শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৬টায় ১১.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, এরপর সকাল ৯টায় ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এসব দিনে কুয়াশা ও বাতাসের কারণে সাধারণ মানুষ বাইরে বের হতে পারছিলেন না।

    বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সাতটি জেলায় ২৬ ডিসেম্বর মৃদু শৈত্যপ্রবাহ বইছিল। সিরাজগঞ্জও তার মধ্যে ছিল। কয়েক দিনের কঠিন শীত ও কুয়াশার পর আজ থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…