কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা চোরাচালান-মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও মদ এবং বিপুল পরিমাণ ঔষধ জব্দ করা হয়েছে।
বুধবার (৩১ডিসেম্বর) দুপুর বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট- ১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।
বিজিবি সুত্রে জানা গেছে, বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টায় ফুলবাড়ী উপজেলার অনন্তপুর ক্যাম্পের টহলরত বিজিবির সদস্যরা পশ্চিম রামখানা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা কালীন সময়ে কতিপয় সন্দেহ জনক ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে বিজিবির টহল দলের সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়।
পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে ভারতীয় সিগনেচার মদ ১৮ বোতল, হ্যাপি গোল্ট মদ ২০ বোতল, বিয়ার ৯ বোতল, ভারতীয় শাড়ি ৯ পিস এবং বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ জব্দ করে ক্যাম্পে নিয়ে আসা হয়।
এ প্রসঙ্গে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। চোরাচালান ও মাদক পাচার রোধে স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে।
এসআর