এইমাত্র
  • ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
  • নাইজেরিয়া গ্রামে ভয়াবহ হামলা, নিহত অন্তত ৩০
  • শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, তাপমাত্রা নামতে পারে ৭ ডিগ্রিতে
  • দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান, সফরসূচিতে রংপুর-সিলেট
  • ভোরে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
  • দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক
  • ৩৪ বছর পর পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা, লাখো মুসল্লির ঢল
  • নতুন বছরের শুরুতেই বাড়ল স্বর্ণের দাম
  • নাইজেরিয়ায় বাজারে বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৩০
  • কুয়েত থেকে ৪০ হাজার প্রবাসী বিতাড়িত
  • আজ সোমবার, ২২ পৌষ, ১৪৩২ | ৫ জানুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    নিউইয়র্কের সামরিক ঘাঁটিতে অবতরণ করেছে মাদুরোকে বহনকারী হেলিকপ্টার

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ১১:০৪ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ১১:০৪ এএম

    নিউইয়র্কের সামরিক ঘাঁটিতে অবতরণ করেছে মাদুরোকে বহনকারী হেলিকপ্টার

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ১১:০৪ এএম
    মাদুরোকে বহনকারী হেলিকপ্টার। ছবি: সংগৃহীত

    ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী, ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে বহনকারী হেলিকপ্টার নিউইয়র্কের একটি সামরিক ঘাঁটিতে নেওয়া হয়েছে। সেখানে পৌঁছানোর পর তাদের যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) কার্যালয়ে স্থানান্তর করা হয়। মাদক ও অস্ত্র সংশ্লিষ্ট মামলায় আগামী সপ্তাহে তাকে আদালতে হাজির করা হবে বলে জানানো হয়েছে। 

    রবিবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

    এর আগে এখানে বন্দি ছিলেন সংগীতশিল্পী আর কেলি, জেফ্রি এপস্টাইনের সহযোগী গিসলেন ম্যাক্সওয়েল এবং সাম্প্রতিক সময়ে শন ‘ডিডি’ কম্বস।

    গণমাধ্যমের খবর অনুযায়ী, মাদুরোকে বহনকারী হেলিকপ্টারটি রবিবার ভোরে নিউইয়র্কের সামরিক ঘাঁটিতে পৌঁছায়। এরপর তাদেরকে যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) কার্যালয়ে নেওয়া হয়। পরে মাদুরোকে বহনাকারী গাড়িবহর ডিইএ সদরদপ্তর থেকে বেরিয়ে ম্যানহাটনের ওয়েস্টসাইড হাইওয়ে ধরে উত্তরের দিকে যায় এবং পরে আবারও হেলিপোর্টে ফিরে আসে।

    সর্বশেষ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে হেলিকপ্টারে করে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারের উদ্দেশে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। এ সময় তিনটি হেলিকপ্টার হাডসন নদী ওপর দিয়ে নিউ ইয়র্ক হারবারের স্ট্যাচু অব লিবার্টির পাশ দিয়ে অতিক্রম করে। পরে হেলিকপ্টারগুলো অবতরণ করলে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িবহরের মাধ্যমে তাদের ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়।

    ট্রাম্প প্রশাসন বহুদিন ধরে অভিযোগ করে আসছে, মাদুরো সরকার যুক্তরাষ্ট্রে মাদক ও গ্যাং সদস্য পাঠাচ্ছে। এ নিয়ে ভেনেজুয়েলার ওপর নানারকম চাপ প্রয়োগের পর মার্কিন এই অভিযানের ঘটনা ঘটল।

    এর আগে, মার-এ-লাগোসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কে নিয়ে আসা হচ্ছে। সেখানে তারা আমেরিকান বিচারের মুখোমুখি হবেন।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…