এইমাত্র
  • ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
  • নাইজেরিয়া গ্রামে ভয়াবহ হামলা, নিহত অন্তত ৩০
  • শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, তাপমাত্রা নামতে পারে ৭ ডিগ্রিতে
  • দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান, সফরসূচিতে রংপুর-সিলেট
  • ভোরে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
  • দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক
  • ৩৪ বছর পর পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা, লাখো মুসল্লির ঢল
  • নতুন বছরের শুরুতেই বাড়ল স্বর্ণের দাম
  • নাইজেরিয়ায় বাজারে বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৩০
  • কুয়েত থেকে ৪০ হাজার প্রবাসী বিতাড়িত
  • আজ সোমবার, ২২ পৌষ, ১৪৩২ | ৫ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    আনোয়ারায় বাবুর্চি হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ১২:২৯ পিএম
    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ১২:২৯ পিএম

    আনোয়ারায় বাবুর্চি হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ১২:২৯ পিএম

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাবুর্চিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় প্রধান আসামি শওকত আলীকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার শওকত আলী (৪২) আনোয়ারা উপজেলার হাজীগাঁও এলাকার মৃত জালাল আহমদের ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

    র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ জানতে পারে যে আলোচিত এই হত্যা মামলার প্রধান আসামি শওকত আলী চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানা এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    নিহত মো. ইউনুছ (৩৫) দিনমজুরের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে বাবুর্চির কাজ করতেন। গত ৫ নভেম্বর রাতে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকায় একটি অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে ইউনুছের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে মূল অভিযুক্ত শওকত আলী দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

    এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।’

    র‍্যাব জানায়, গ্রেফতারের পর শওকত আলীকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…