লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। শনিবার (৩ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, রায়পুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ১০ নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন দেলু, রায়পুর উপজেলা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদের সহোদর যুবলীগ নেতা শামিম হোসেন লিটন, চরপাতা ইউনিয়নের ইমন এবং উওর চরআবাবিল ইউনিয়নের বিল্লাল।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।”
ইখা