সিরাজগঞ্জ ৪ (উল্লাপাড়া) সংসদীয় আসনে বিএনপি প্রার্থী এম আকবর আলী ও জামায়াতের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খাঁনসহ ৪ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ও ২ জনের বাতিল ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম।
রবিবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১০ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের হলরুমে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে উল্লাপাড়া সংসদীয় আসনের বিএনপির এমপি পদপ্রার্থী এম আকবর আলী, জামায়াতে মাওলানা রফিকুল ইসলাম খাঁন, ইসলামি আন্দোলনের মুফতি আব্দুর রহমান,জাতীয় পার্টির হিলটন প্রামাণিকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
এ ছাড়াও এই আসনের স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেনের ভোটার গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল হয়েছে একই আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মনোনয়নপত্র বাতিল হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন উল্লাপাড়া উপজেলা প্রশাসন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এটিএম আরিফ।
ইখা